ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনা রেল বাজারে লক্ষাধিক টাকার মালামাল চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / ৩৫০ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা রেল বাজারে এলজি বাটারফ্লাই শোরুমে লক্ষ্যাধিক টাকার মালামাল চুরি হয়েছে। জানাগেছে, দর্শনা রেলবাজার পুরাতন আল্লারদান হোটেল সংলগ্ন এলজি বাটারফ্লাই শোরুম। এই শোরুম থেকে বারফোন ও স্মার্টফোন মিলে মোট ২২টি মোবাইলফোন, ১টি গ্রামীন কোম্পানির ট্যাব, ১৪টি মেমোরিকার্ড ও মোবাইলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। শোরুমের মালিক সোহেল রানা জানায়, গত ৩০ তারিখ রবিবার আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। তিনি আরও জানান শোরুমের উপরে টিনের চালের এক কোনা উচু করে ভিতরের প্লাস্টিক সিলিংএর এক মাথা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ মালামাল চুরি করে নির্বিগ্নে পালিয়ে গেছে চোরেরা। তবে এলাকাবাসী বলেন সেদিন হালকা ঝড়-হাওয়ার কারনে বিদ্যুৎ না থাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছেন শোরুমের মালিক সোহেল রানা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনা রেল বাজারে লক্ষাধিক টাকার মালামাল চুরি

আপলোড টাইম : ০৪:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭

দর্শনা অফিস: দর্শনা রেল বাজারে এলজি বাটারফ্লাই শোরুমে লক্ষ্যাধিক টাকার মালামাল চুরি হয়েছে। জানাগেছে, দর্শনা রেলবাজার পুরাতন আল্লারদান হোটেল সংলগ্ন এলজি বাটারফ্লাই শোরুম। এই শোরুম থেকে বারফোন ও স্মার্টফোন মিলে মোট ২২টি মোবাইলফোন, ১টি গ্রামীন কোম্পানির ট্যাব, ১৪টি মেমোরিকার্ড ও মোবাইলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। শোরুমের মালিক সোহেল রানা জানায়, গত ৩০ তারিখ রবিবার আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। তিনি আরও জানান শোরুমের উপরে টিনের চালের এক কোনা উচু করে ভিতরের প্লাস্টিক সিলিংএর এক মাথা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ মালামাল চুরি করে নির্বিগ্নে পালিয়ে গেছে চোরেরা। তবে এলাকাবাসী বলেন সেদিন হালকা ঝড়-হাওয়ার কারনে বিদ্যুৎ না থাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছেন শোরুমের মালিক সোহেল রানা।