ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনা পরানপুরে হামলায় গৃহবধূ আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • / ১৯৭ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনার পরানপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে ভূমিহীন এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সাগর নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ পারুল গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের রিফিউজি কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দামুড়হুদা মডেল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। জানা যায়, দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের রিফিউজি কলোনি পাড়ায় বেশ কিছু খাস জমি রয়েছে। সেখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেশ কিছু দিন ধরে অবৈধভাবে দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা এবং বাঁশের বেড়া দিয়ে ঘিরে গাছ লাগিয়ে সরকারি খাস জমি দখলের পাঁয়তারা শুরু করেছেন। ওই খাস জমির এক পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন একই গ্রামের মৃত সফিউদ্দিনের ছেলে ভূমিহীন হারুন ও তাঁর স্ত্রী পারভীন আক্তার পারুল। হারুনের বসতভিটার পাশে পড়ে থাকা ফাঁকা জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন একই এলাকার স্থানীয় সবুর আলী নামের এক ব্যক্তি। ওই ফাঁকা স্থানে বাঁশের বেড়া দিয়ে গাছ লাগিয়ে পুরো খাস জমিটি অবৈধভাবে ভোগ দখলের জন্য প্রায়ই ভূমিহীন হারুন ও তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। ভূমিহীন হারুনের কেউ না থাকায় তিনি প্রতিবাদ করার সাহস পান না। এরই মধ্যে গতকাল বেলা একটার দিকে ভূমিহীন হারুনের স্ত্রী পারভীন আক্তার পারুলকে উদ্দেশ্য করে স্থানীয় সবুরের ছেলে সাগর (২৫) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় গৃহবধূ পারুলের ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন পারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসা শেষে গৃহবধূ পারুলকে নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় পারুলের স্বামী হারুন ও পরিবারের সদস্যরা জানান, আজ দামুড়হুদা মডেল থানায় মামলা করে আইনের আশ্রয় নেবেন ভুক্তভোগী পরিবার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনা পরানপুরে হামলায় গৃহবধূ আহত

আপলোড টাইম : ০৯:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

দর্শনা অফিস:
দর্শনার পরানপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে ভূমিহীন এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সাগর নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ পারুল গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের রিফিউজি কলোনি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ দামুড়হুদা মডেল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। জানা যায়, দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের রিফিউজি কলোনি পাড়ায় বেশ কিছু খাস জমি রয়েছে। সেখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেশ কিছু দিন ধরে অবৈধভাবে দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা এবং বাঁশের বেড়া দিয়ে ঘিরে গাছ লাগিয়ে সরকারি খাস জমি দখলের পাঁয়তারা শুরু করেছেন। ওই খাস জমির এক পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন একই গ্রামের মৃত সফিউদ্দিনের ছেলে ভূমিহীন হারুন ও তাঁর স্ত্রী পারভীন আক্তার পারুল। হারুনের বসতভিটার পাশে পড়ে থাকা ফাঁকা জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন একই এলাকার স্থানীয় সবুর আলী নামের এক ব্যক্তি। ওই ফাঁকা স্থানে বাঁশের বেড়া দিয়ে গাছ লাগিয়ে পুরো খাস জমিটি অবৈধভাবে ভোগ দখলের জন্য প্রায়ই ভূমিহীন হারুন ও তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। ভূমিহীন হারুনের কেউ না থাকায় তিনি প্রতিবাদ করার সাহস পান না। এরই মধ্যে গতকাল বেলা একটার দিকে ভূমিহীন হারুনের স্ত্রী পারভীন আক্তার পারুলকে উদ্দেশ্য করে স্থানীয় সবুরের ছেলে সাগর (২৫) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় গৃহবধূ পারুলের ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন পারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসা শেষে গৃহবধূ পারুলকে নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন। এ ঘটনায় পারুলের স্বামী হারুন ও পরিবারের সদস্যরা জানান, আজ দামুড়হুদা মডেল থানায় মামলা করে আইনের আশ্রয় নেবেন ভুক্তভোগী পরিবার।