ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ১৯ জন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • / ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নতুন করে আরও ৩৪ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। তাঁদের কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে এই ৩৪ জন দেশে প্রবেশ করেন। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৯৮৭ জন দেশে ফিরলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৩৪ জন। চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত না হওয়ায় পর্যায়ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে ২৭ জনকে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ও অন্য ৭ জনকে হোটেল ভিআইপিতে কোয়ারেন্টিনের জন্য নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।
তিনি আরও জানান, ১৭ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ৯৮৭ জন বাংলাদেশি। এরমধ্যে মোট ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ১৯ জন

আপলোড টাইম : ১০:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নতুন করে আরও ৩৪ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। তাঁদের কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে এই ৩৪ জন দেশে প্রবেশ করেন। এনিয়ে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৯৮৭ জন দেশে ফিরলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, গতকাল সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৩৪ জন। চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত না হওয়ায় পর্যায়ক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে ২৭ জনকে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ও অন্য ৭ জনকে হোটেল ভিআইপিতে কোয়ারেন্টিনের জন্য নেওয়া হয়েছে। সেখানে তাদেরকে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে।
তিনি আরও জানান, ১৭ মে থেকে গতকাল পর্যন্ত দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন মোট ৯৮৭ জন বাংলাদেশি। এরমধ্যে মোট ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।