ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন ২১ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন : যাচাই-বাছাই শেষে প্রতিক বরাদ্দ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / ৩৭০ বার পড়া হয়েছে

indexআওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিকী সাধারণ নির্বাচন উপলক্ষে গতকাল প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেন এবং একই দিনে মনোনয়নপত্র জমা দিলে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে গতকালই প্রার্থীদের প্রতিক বরাদ্দ করে। জানা যায়, গতকাল রবিবার সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম সরবরাহ করা হয়। বেলা ১টা থেকে বেলা ৩টা মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। একই দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় বেঁধে দেয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোশারফ হোসেন। এবারের নির্বাচনে ১৩টি পদের অনুকুলে প্রার্থী হয়েছে মোট ৩৭জন। এদের মধ্যে সভাপতি পদে তৈয়ব আলী (চাঁদতারা মার্কা), ফিরোজ আহম্মদ সবুজ (হারিকেন মার্কা), মোস্তাফিজুর রহমান (মই মার্কা) ও হাফিজুল ইসলাম (আনারস মার্কা)। সহ-সভাপতি পদে জুলফিকার হায়দার জুলু (মোরগ মার্কা), ফারুক হোসেন (মাছ মার্কা), রেজউল করিম (তলোয়ার মার্কা)। সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (বাই-সাইকেল মার্ক), মনিরুল ইসলাম প্রিন্স (ছাতা মার্কা), ইসমাইল হোসেন (গাড়ীর চাকা মার্কা), আতাউর রহমান (দেওয়াল ঘড়ি মার্কা)। সহ-সাধারণ সম্পাদক পদে ইদ্রিস আলী (হাতি মার্কা), একরামুল হক খলিল (টেবিল মার্কা), খবির উদ্দিন (তালাচাবি মার্কা), বাবুল আক্তার পরিবহন বিভাগে (ফুটবল মার্কা), বাবুল আক্তার উৎপাদন বিভাগে (খেঁজুর গাছ মার্কা) ও মহিদুল ইসলাম (কাপ প্রিস মার্কা)।  সদস্য পদে প্রশাসন ও হিসাব বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইয়ুব আলী সন্টু নির্বাচিত হয়েছে। সদস্য পদে চেলাই কারখানা বিভাগে দুই জন প্রার্থী এরা হলেন বাবর আলী (ডাব মার্কা) ও ইদ্রিস আলী (বেলচা মার্কা), গ্যারেজ (পরিবহন বিভাগে) ৪জন প্রার্থী এরা হলেন, আব্দুল কুদ্দুস (ডাব), ইয়সির আরাফাত মিলন (আখেঁর আটি), শরিফুল ইসলাম (হাঁতুড়ি), শরিফুল ইসলাম-১ (টর্চ লাইট), ইক্ষু সংগ্রহ বিভাগে দুইজন প্রার্থী এরা হলেন, ইয়ামিন হক (আখেঁর আটি), মতিয়ার রহমান (ডাব)। ইক্ষু উন্নয়ন বিভাগে ৩জন প্রার্থী এরা হলেন এএসএম কবির (আখেঁর আটি), সাইফুদ্দিন (ডাব), সাহেব আলী (বেলচা) মার্কা। উৎপাদন বিভাগে ২জন সদস্যর অনুকুলে ২জন সদস্যর ৪জন প্রার্থী হয়েছেন এরা হলেন, গোবিন্দ কুমার হালদার (বালতি), মজিবর রহমান (ডাব), মতিয়ার রহমান (হাঁতুড়ি) ও হাফিজুর রহমান  (বেলচা) মার্কায় ভোট করছে। এছাড়া প্রকৌশলী বিভাগে ২জন সদস্যর অনুকুলে ৪জন প্রার্থী সদস্য পদে ভোট করছেন এরা হলেন, আমিনুল ইসলাম (হাঁতুড়ি), আকরাম আলী (কাঁঠাল), আক্তারুল ইসলাম (ডাব) ও মফিজুর রহমান (বেলচা) প্রতিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন। এবছর কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ১হাজার ১৪০জন ভোটার তাদের ভোট প্রদান করবেন বলে জানা গেছে। এদিকে আগামী ২১জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে কেরু মিল এলাকায় সমাবেশ ও মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন ২১ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন : যাচাই-বাছাই শেষে প্রতিক বরাদ্দ

আপলোড টাইম : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭

indexআওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিকী সাধারণ নির্বাচন উপলক্ষে গতকাল প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেন এবং একই দিনে মনোনয়নপত্র জমা দিলে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে গতকালই প্রার্থীদের প্রতিক বরাদ্দ করে। জানা যায়, গতকাল রবিবার সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম সরবরাহ করা হয়। বেলা ১টা থেকে বেলা ৩টা মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। একই দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় বেঁধে দেয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোশারফ হোসেন। এবারের নির্বাচনে ১৩টি পদের অনুকুলে প্রার্থী হয়েছে মোট ৩৭জন। এদের মধ্যে সভাপতি পদে তৈয়ব আলী (চাঁদতারা মার্কা), ফিরোজ আহম্মদ সবুজ (হারিকেন মার্কা), মোস্তাফিজুর রহমান (মই মার্কা) ও হাফিজুল ইসলাম (আনারস মার্কা)। সহ-সভাপতি পদে জুলফিকার হায়দার জুলু (মোরগ মার্কা), ফারুক হোসেন (মাছ মার্কা), রেজউল করিম (তলোয়ার মার্কা)। সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (বাই-সাইকেল মার্ক), মনিরুল ইসলাম প্রিন্স (ছাতা মার্কা), ইসমাইল হোসেন (গাড়ীর চাকা মার্কা), আতাউর রহমান (দেওয়াল ঘড়ি মার্কা)। সহ-সাধারণ সম্পাদক পদে ইদ্রিস আলী (হাতি মার্কা), একরামুল হক খলিল (টেবিল মার্কা), খবির উদ্দিন (তালাচাবি মার্কা), বাবুল আক্তার পরিবহন বিভাগে (ফুটবল মার্কা), বাবুল আক্তার উৎপাদন বিভাগে (খেঁজুর গাছ মার্কা) ও মহিদুল ইসলাম (কাপ প্রিস মার্কা)।  সদস্য পদে প্রশাসন ও হিসাব বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইয়ুব আলী সন্টু নির্বাচিত হয়েছে। সদস্য পদে চেলাই কারখানা বিভাগে দুই জন প্রার্থী এরা হলেন বাবর আলী (ডাব মার্কা) ও ইদ্রিস আলী (বেলচা মার্কা), গ্যারেজ (পরিবহন বিভাগে) ৪জন প্রার্থী এরা হলেন, আব্দুল কুদ্দুস (ডাব), ইয়সির আরাফাত মিলন (আখেঁর আটি), শরিফুল ইসলাম (হাঁতুড়ি), শরিফুল ইসলাম-১ (টর্চ লাইট), ইক্ষু সংগ্রহ বিভাগে দুইজন প্রার্থী এরা হলেন, ইয়ামিন হক (আখেঁর আটি), মতিয়ার রহমান (ডাব)। ইক্ষু উন্নয়ন বিভাগে ৩জন প্রার্থী এরা হলেন এএসএম কবির (আখেঁর আটি), সাইফুদ্দিন (ডাব), সাহেব আলী (বেলচা) মার্কা। উৎপাদন বিভাগে ২জন সদস্যর অনুকুলে ২জন সদস্যর ৪জন প্রার্থী হয়েছেন এরা হলেন, গোবিন্দ কুমার হালদার (বালতি), মজিবর রহমান (ডাব), মতিয়ার রহমান (হাঁতুড়ি) ও হাফিজুর রহমান  (বেলচা) মার্কায় ভোট করছে। এছাড়া প্রকৌশলী বিভাগে ২জন সদস্যর অনুকুলে ৪জন প্রার্থী সদস্য পদে ভোট করছেন এরা হলেন, আমিনুল ইসলাম (হাঁতুড়ি), আকরাম আলী (কাঁঠাল), আক্তারুল ইসলাম (ডাব) ও মফিজুর রহমান (বেলচা) প্রতিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন। এবছর কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ১হাজার ১৪০জন ভোটার তাদের ভোট প্রদান করবেন বলে জানা গেছে। এদিকে আগামী ২১জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে কেরু মিল এলাকায় সমাবেশ ও মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে।