ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • / ২১৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সালাউদ্দিন ও লিমন নামের দুজন ও বেচাকেনার দায়ে মুকুল নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওই তিনজনকে কারাদ- প্রদান করা হয়। মাদক সেবনরত ব্যক্তিদেরকে ধরিয়ে দেওয়ার সন্দেহে এ সময় একই গ্রামের আ. রউফ শাহর ছেলে আলোচিত সোর্স মুন্নার সঙ্গে হাতাহতির ঘটনা ঘটে। মাদক সেবনের দায়ে কারাদ-ে দ-িত ব্যক্তিরা হলেন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্টস্টেশন পাড়ার রফিকুলের ছেলে সালাউদ্দিন জুয়েল (২২) ও একই এলাকার নুরুজ্জামান ওরফে নজুর ছেলে লিমন (২১) এবং মাদক বেচাকেনার দায়ে দ-িত হওয়া মাদক ব্যবসায়ী হলেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গোরস্থানপাড়ার মৃত মজিবারের ছেলে মুকুল (৪০)।
জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালান করেন দর্শনা হল্টস্টেশন এলাকার রফিকুল ইসলামের বসতবাড়িতে। এ সময় ইয়াবা বড়ি ও ফেনসিডিল সেবনরত অবস্থায় সালাউদ্দিন ও একই এলাকার লিমনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে লিমন ও সালাউদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদ-ের নির্দেশ দেন। এ সময় অভিযান পরিচালনাস্থলে এলাকার আলোচিত সোর্স মুন্নাকে ঘোরাঘুরি করতে দেখলে আটক হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মুন্নার হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই একই টিম দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের গোরস্থানপাড়ায় অভিযান চালিয়ে মুকুলকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। একই আদালত মুকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি সিব্বির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড!

আপলোড টাইম : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯

দর্শনা অফিস:
দর্শনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সালাউদ্দিন ও লিমন নামের দুজন ও বেচাকেনার দায়ে মুকুল নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওই তিনজনকে কারাদ- প্রদান করা হয়। মাদক সেবনরত ব্যক্তিদেরকে ধরিয়ে দেওয়ার সন্দেহে এ সময় একই গ্রামের আ. রউফ শাহর ছেলে আলোচিত সোর্স মুন্নার সঙ্গে হাতাহতির ঘটনা ঘটে। মাদক সেবনের দায়ে কারাদ-ে দ-িত ব্যক্তিরা হলেন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্টস্টেশন পাড়ার রফিকুলের ছেলে সালাউদ্দিন জুয়েল (২২) ও একই এলাকার নুরুজ্জামান ওরফে নজুর ছেলে লিমন (২১) এবং মাদক বেচাকেনার দায়ে দ-িত হওয়া মাদক ব্যবসায়ী হলেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গোরস্থানপাড়ার মৃত মজিবারের ছেলে মুকুল (৪০)।
জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালান করেন দর্শনা হল্টস্টেশন এলাকার রফিকুল ইসলামের বসতবাড়িতে। এ সময় ইয়াবা বড়ি ও ফেনসিডিল সেবনরত অবস্থায় সালাউদ্দিন ও একই এলাকার লিমনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে লিমন ও সালাউদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদ-ের নির্দেশ দেন। এ সময় অভিযান পরিচালনাস্থলে এলাকার আলোচিত সোর্স মুন্নাকে ঘোরাঘুরি করতে দেখলে আটক হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মুন্নার হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই একই টিম দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের গোরস্থানপাড়ায় অভিযান চালিয়ে মুকুলকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। একই আদালত মুকুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি সিব্বির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।