ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক : ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো মা ও সন্তান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
  • / ২৭৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টায় দামুড়হুদার দর্শনা জয়নগর সীমান্তে ৭৬নং মেইন পিলারের নিকটে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে মাধ্যমে ছোয়াদ খাতুন (১৮) ও তার শিশু সন্তান সাইফ আলীকে বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ। ছোয়াদ খাতুন রাজশাহী জেলার মতিহার উপজেলার ধরমপুর গ্রামের সোহেব আলীর কন্যা। তিনি ২০১৬ইং সালের ১৪ ডিসম্বর দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্তে দিয়ে পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপুর থানার কেদারতলা গ্রামে অবস্থিত চাচা বাড়িতে বেড়াতে যান। সেখানে চাচাতো ভাই হাবিব আহমেদের প্রেমে পড়ে গোপনে তাঁকে বিয়েও করেন কিশোরি ছোয়াদ খাতুন। এই কারণে তাঁকে ভারতে রেখে বাংলাদেশে চলে আসেন ছোয়াদের বাবা। পরে কলকাতা হাইকোর্টে নিজ কন্যাকে ফেরত চেয়ে মামলা করেন সোহেব আলী। মামলার পরে অন্তঃসত্ত্বা ছোয়াদ খাতুনকে (১৮) পুলিশ আটক করে বহরমপুর সেফহোমে পাঠায়। আর সেখানেই পুত্র সন্তান প্রসব করেন ছোয়াদ। এদিকে কোটের নির্দেশে ছোয়াদ খাতুনের বয়স ১৮ বছর হলে তাঁকে তাঁর শিশুসহ বাংলাদেশে ফেরত দেয় বিএসএফ।
গতকাল দু’দেশের পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলাদার জাহাঙ্গীর আলম এবং ভারতে গেদে ক্যাম্পের বিএসএফ কমান্ডার এসি সুরেন্দ্র সিং প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক : ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো মা ও সন্তান

আপলোড টাইম : ১০:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯

দর্শনা অফিস: দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টায় দামুড়হুদার দর্শনা জয়নগর সীমান্তে ৭৬নং মেইন পিলারের নিকটে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে মাধ্যমে ছোয়াদ খাতুন (১৮) ও তার শিশু সন্তান সাইফ আলীকে বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ। ছোয়াদ খাতুন রাজশাহী জেলার মতিহার উপজেলার ধরমপুর গ্রামের সোহেব আলীর কন্যা। তিনি ২০১৬ইং সালের ১৪ ডিসম্বর দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্তে দিয়ে পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপুর থানার কেদারতলা গ্রামে অবস্থিত চাচা বাড়িতে বেড়াতে যান। সেখানে চাচাতো ভাই হাবিব আহমেদের প্রেমে পড়ে গোপনে তাঁকে বিয়েও করেন কিশোরি ছোয়াদ খাতুন। এই কারণে তাঁকে ভারতে রেখে বাংলাদেশে চলে আসেন ছোয়াদের বাবা। পরে কলকাতা হাইকোর্টে নিজ কন্যাকে ফেরত চেয়ে মামলা করেন সোহেব আলী। মামলার পরে অন্তঃসত্ত্বা ছোয়াদ খাতুনকে (১৮) পুলিশ আটক করে বহরমপুর সেফহোমে পাঠায়। আর সেখানেই পুত্র সন্তান প্রসব করেন ছোয়াদ। এদিকে কোটের নির্দেশে ছোয়াদ খাতুনের বয়স ১৮ বছর হলে তাঁকে তাঁর শিশুসহ বাংলাদেশে ফেরত দেয় বিএসএফ।
গতকাল দু’দেশের পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলাদার জাহাঙ্গীর আলম এবং ভারতে গেদে ক্যাম্পের বিএসএফ কমান্ডার এসি সুরেন্দ্র সিং প্রমুখ।