ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ৫৫ বার পড়া হয়েছে

দইয়ের পাতিলের অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়
নিজস্ব প্রতিবেদক:
দইয়ের পাতিলের অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দর্শনায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, দর্শনার আল্লার দান হোটেলকে পূর্বে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ফ্রিজের মধ্যে সংরক্ষিত আগের রান্না ছোলা, আটা ও মাংস। ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। প্রদর্শন করা হয় না মূল্যতালিকা। এছাড়া দইয়ের পাতিলের অতিরিক্ত ওজনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সংশোধনের জন্য পুনরায় সতর্ক করা হয়।
পরবর্তীতে দর্শনা রেলবাজারে মেসার্স হক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, দর্শনা রেলবাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

দইয়ের পাতিলের অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়
নিজস্ব প্রতিবেদক:
দইয়ের পাতিলের অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দর্শনায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, দর্শনার আল্লার দান হোটেলকে পূর্বে সতর্ক করা হলেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ফ্রিজের মধ্যে সংরক্ষিত আগের রান্না ছোলা, আটা ও মাংস। ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। প্রদর্শন করা হয় না মূল্যতালিকা। এছাড়া দইয়ের পাতিলের অতিরিক্ত ওজনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জহিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সংশোধনের জন্য পুনরায় সতর্ক করা হয়।
পরবর্তীতে দর্শনা রেলবাজারে মেসার্স হক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, দর্শনা রেলবাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।