ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় একুশে নাট্যমেলা উপলক্ষে প্রস্তুতি সভায় আনোয়ার হোসেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩০৯ বার পড়া হয়েছে

৭ দিনব্যাপী মেলায় থাকছে নানা আয়োজন
দর্শনা অফিস: দর্শনায় দুই বাংলার নাট্য কর্মীদের পদচারণায় একুশে নাট্যমেলা হবে মুখোরিত। ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ শ্লোগানকে ধারণ করে দর্শনা অর্নিবাণ থিয়েটার ৭ দিনব্যাপী দর্শনা ডাক বাংলো চত্বরে একুশে নাট্য মেলার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ থেকে ২১ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী দুই বাংলার নাট্যকর্মীদের মুখোরিত হতে যাচ্ছে। দর্শনীর বিনিময়ে একুশে নাট্য মেলায় এবার দুই বাংলার নাট্য দলের মধ্যে রয়েছে কলকাতা গোবরডাঙ্গা থিয়েটারের নাটক (বিনদিনী), কলকাতা শিল্পীমন থিয়েটারের নাটক (শ্বাসকষ্ট), ঢাকা লোকনাট্য থিয়েটার বনানীর (কুন্জুস) কথা, ঢাকা থিয়েটার আর্ট ইউনিট দলের (কোটমার্শাল), দর্শনা অনির্বাণ থিয়েটারের নাটক (হিং টিং ছট), যশোর বিবর্তণ থিয়েটারের নাটক (মাৎ ব্রিং) ও চুয়াডাঙ্গা অরিন্দম থিয়েটারের নাটক (ক্ষুদিরামের কথা)। এছাড়া একুশে নাট্য মেলায় থাকছে ঢাকা ছায়নট ও রবীন্দ্র ভারতের রবীন্দ্র সংগীত।
একুশে নাট্যমেলাকে সামনে রেখে গতকাল দর্শনা অনির্বাণ থিয়েটার কার্যালয় চত্বরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি অনির্বাণ থিয়েটারের সকল সদস্য ও নাট্যকর্মীদের বলেন, এবারা ৭দিন ব্যাপী মেলায় থাকবে নানা আয়োজন। এসময় তিনি অনির্বাণ থিয়েটারের সকল সদস্য ও নাট্যকর্মীদের ৭দিনব্যাপী মেলার দায়িত্ব বুঝিয়ে দেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু। একুশে নাট্যমেলায় নাটকের পাশাপাশি প্রতিদিন বিকালে খোলা মঞ্চে থাকবে এ অঞ্চলের মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাট্য মেলায় ডাক বাংলো চত্বরে বিভিন্ন ধরণের প্রায় অর্ধশতাধিক স্টল বসছে। এছাড়া থাকছে ছোট ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন ও বর্ণ লিখন প্রতিযোগীতা এবং বর্ণ বাগান। নাট্য মেলায় থাকবে মাতৃভাষা দিবসের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এবারের নাট্যমেলা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে অর্নিবাণ থিয়েটার কর্মীরা প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছে। দর্শনা শহরের বিভিন্ন স্থানে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু করে দিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় একুশে নাট্যমেলা উপলক্ষে প্রস্তুতি সভায় আনোয়ার হোসেন

আপলোড টাইম : ০৯:১৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯

৭ দিনব্যাপী মেলায় থাকছে নানা আয়োজন
দর্শনা অফিস: দর্শনায় দুই বাংলার নাট্য কর্মীদের পদচারণায় একুশে নাট্যমেলা হবে মুখোরিত। ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ শ্লোগানকে ধারণ করে দর্শনা অর্নিবাণ থিয়েটার ৭ দিনব্যাপী দর্শনা ডাক বাংলো চত্বরে একুশে নাট্য মেলার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ থেকে ২১ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী দুই বাংলার নাট্যকর্মীদের মুখোরিত হতে যাচ্ছে। দর্শনীর বিনিময়ে একুশে নাট্য মেলায় এবার দুই বাংলার নাট্য দলের মধ্যে রয়েছে কলকাতা গোবরডাঙ্গা থিয়েটারের নাটক (বিনদিনী), কলকাতা শিল্পীমন থিয়েটারের নাটক (শ্বাসকষ্ট), ঢাকা লোকনাট্য থিয়েটার বনানীর (কুন্জুস) কথা, ঢাকা থিয়েটার আর্ট ইউনিট দলের (কোটমার্শাল), দর্শনা অনির্বাণ থিয়েটারের নাটক (হিং টিং ছট), যশোর বিবর্তণ থিয়েটারের নাটক (মাৎ ব্রিং) ও চুয়াডাঙ্গা অরিন্দম থিয়েটারের নাটক (ক্ষুদিরামের কথা)। এছাড়া একুশে নাট্য মেলায় থাকছে ঢাকা ছায়নট ও রবীন্দ্র ভারতের রবীন্দ্র সংগীত।
একুশে নাট্যমেলাকে সামনে রেখে গতকাল দর্শনা অনির্বাণ থিয়েটার কার্যালয় চত্বরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি অনির্বাণ থিয়েটারের সকল সদস্য ও নাট্যকর্মীদের বলেন, এবারা ৭দিন ব্যাপী মেলায় থাকবে নানা আয়োজন। এসময় তিনি অনির্বাণ থিয়েটারের সকল সদস্য ও নাট্যকর্মীদের ৭দিনব্যাপী মেলার দায়িত্ব বুঝিয়ে দেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু। একুশে নাট্যমেলায় নাটকের পাশাপাশি প্রতিদিন বিকালে খোলা মঞ্চে থাকবে এ অঞ্চলের মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাট্য মেলায় ডাক বাংলো চত্বরে বিভিন্ন ধরণের প্রায় অর্ধশতাধিক স্টল বসছে। এছাড়া থাকছে ছোট ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন ও বর্ণ লিখন প্রতিযোগীতা এবং বর্ণ বাগান। নাট্য মেলায় থাকবে মাতৃভাষা দিবসের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এবারের নাট্যমেলা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে অর্নিবাণ থিয়েটার কর্মীরা প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছে। দর্শনা শহরের বিভিন্ন স্থানে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো শুরু করে দিয়েছে।