ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় ইউরিয়া সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দর্শনা বাজারে ইউরিয়া সারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং বিনির্দেশ বহির্ভুত সার গুদামজাতকরন ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় দর্শনা বাজারে ইউরিয়া সারের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান।
জানা যায়, দর্শনা বাজারে একটি দোকানে ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় এবং বিনির্দেশ বহির্ভুত সার গুদামজাতকরন ও সংরক্ষণের অভিযোগের প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন উপস্থিত ছিলেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান জানান, বর্তমান সময়ে কিছু অসাধু ব্যাবসায়ী অধিক মুনাফার আশায় এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে কিংবা করবে। এটি মূলত আইনত দন্ডনীয় অপরাধ। আপনারা সজাগ থাকবেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে একটি টাকাও বেশি দিয়ে আপনারা সার ক্রয় করবেন না। বাজারে পর্যাপ্ত সার বিদ্যমান রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় ইউরিয়া সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দর্শনা বাজারে ইউরিয়া সারের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং বিনির্দেশ বহির্ভুত সার গুদামজাতকরন ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় দর্শনা বাজারে ইউরিয়া সারের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান।
জানা যায়, দর্শনা বাজারে একটি দোকানে ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় এবং বিনির্দেশ বহির্ভুত সার গুদামজাতকরন ও সংরক্ষণের অভিযোগের প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন উপস্থিত ছিলেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান জানান, বর্তমান সময়ে কিছু অসাধু ব্যাবসায়ী অধিক মুনাফার আশায় এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে কিংবা করবে। এটি মূলত আইনত দন্ডনীয় অপরাধ। আপনারা সজাগ থাকবেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে একটি টাকাও বেশি দিয়ে আপনারা সার ক্রয় করবেন না। বাজারে পর্যাপ্ত সার বিদ্যমান রয়েছে।