ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনার মাথাভাঙ্গা নদীতে কচুরিপানা, দুর্ভোগ চরমে!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • / ২৮৩ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
মাথাভাঙ্গা নদীতে অধিক কচুরিপানার ফলে দর্শনার জিরাট ঘাটের খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন জিরাট গ্রামের মানুষেরা। জানা যায়, দর্শনার মাথাভাঙ্গা নদীর তিন কিলোমিটার কচুরিপানায় পরিপূর্ণ। যার ফলে নদীতে পানির কোনো চিহ্ন দেখা যায় না। গোবিন্দপুর মোড় থেকে ভারত সীমান্ত পর্যন্ত মাথাভাঙ্গা নদীর পানি কচুরিপানায় ঢেকে আছে। পারকৃষ্ণপুর ও জিরাট খেয়াঘাটের মাঝামাঝি স্থানে নদীতে বাঁশের বড় বড় বাঁধ দেওয়ায় এ কচুরিপানার ঘনত্ব আরও বেড়ে গেছে। ফলে দুই দিন ধরে জিরাট খেয়াঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এতে করে জিরাট গ্রামের মানুষ তিন-চার কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে পারকৃষ্ণপুর গ্রাম ঘুরে দর্শনা শহরে যাতায়াত করছে। হঠাৎ করে কচুরিপানা বৃদ্ধির ব্যাপারে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় এসব কচুরিপানা নদীতে চলে এসেছে। এ দিকে জিরাট গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, জিরাট খোয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনার মাথাভাঙ্গা নদীতে কচুরিপানা, দুর্ভোগ চরমে!

আপলোড টাইম : ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯

দর্শনা অফিস:
মাথাভাঙ্গা নদীতে অধিক কচুরিপানার ফলে দর্শনার জিরাট ঘাটের খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন জিরাট গ্রামের মানুষেরা। জানা যায়, দর্শনার মাথাভাঙ্গা নদীর তিন কিলোমিটার কচুরিপানায় পরিপূর্ণ। যার ফলে নদীতে পানির কোনো চিহ্ন দেখা যায় না। গোবিন্দপুর মোড় থেকে ভারত সীমান্ত পর্যন্ত মাথাভাঙ্গা নদীর পানি কচুরিপানায় ঢেকে আছে। পারকৃষ্ণপুর ও জিরাট খেয়াঘাটের মাঝামাঝি স্থানে নদীতে বাঁশের বড় বড় বাঁধ দেওয়ায় এ কচুরিপানার ঘনত্ব আরও বেড়ে গেছে। ফলে দুই দিন ধরে জিরাট খেয়াঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এতে করে জিরাট গ্রামের মানুষ তিন-চার কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে পারকৃষ্ণপুর গ্রাম ঘুরে দর্শনা শহরে যাতায়াত করছে। হঠাৎ করে কচুরিপানা বৃদ্ধির ব্যাপারে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় এসব কচুরিপানা নদীতে চলে এসেছে। এ দিকে জিরাট গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, জিরাট খোয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের।