ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনার পরানপুরে কৃষকের বলদ গরু চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা পরানপুর গ্রামে কৃষকের একটি বলদ গরু চুরি হয়েছে। কৃষক নজির আলী জানান, গত দুই মাস আগে ১ লাখ ৬ হাজার টাকা দিয়ে একটি বলদ গরু কিনে নিয়ে আসি। বৃহস্পতিবার দিনগত আনুমানি রাত তিনটার দিকে বাড়ির গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে গোয়াল থেকে আমার মূল্যবান গরুটি চুরি হয়ে গেছে। সেই রাত থেকে শুক্রবার সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি।’

পরানপুর গ্রামের আব্দার আলীর ছেলে নজির আলী মাঠে চাষ করার পাশাপাশি গরু কিনে মোটাতাজা করে বিক্রি করে থকেন। তিনি আরও জানান, ‘চাষ করে টাকা জমানো সম্ভব নয়। তাই অল্প দামে গরু কিনে সেই গরু দু-এক বছর ধরে পুষে মোটাতাজা করা হয়। এরপর পর বিক্রি করে যে বাড়তি টাকা হয়, সেই টাকা দিয়ে ঘরবাড়ি মেরামত ও চাষাবাদের কাজ করি। কিন্তু আমার দীর্ঘদিনের গচ্ছিত টাকায় কেনা গরুটি চুরি হয়ে যাওয়ায় আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলাম। জানি না আবার এত টাকা গুছাতে কয় বছর লাগবে।’ এ বিষয় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনার পরানপুরে কৃষকের বলদ গরু চুরি

আপলোড টাইম : ০৮:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

দর্শনা অফিস: দর্শনা পরানপুর গ্রামে কৃষকের একটি বলদ গরু চুরি হয়েছে। কৃষক নজির আলী জানান, গত দুই মাস আগে ১ লাখ ৬ হাজার টাকা দিয়ে একটি বলদ গরু কিনে নিয়ে আসি। বৃহস্পতিবার দিনগত আনুমানি রাত তিনটার দিকে বাড়ির গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে গোয়াল থেকে আমার মূল্যবান গরুটি চুরি হয়ে গেছে। সেই রাত থেকে শুক্রবার সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি।’

পরানপুর গ্রামের আব্দার আলীর ছেলে নজির আলী মাঠে চাষ করার পাশাপাশি গরু কিনে মোটাতাজা করে বিক্রি করে থকেন। তিনি আরও জানান, ‘চাষ করে টাকা জমানো সম্ভব নয়। তাই অল্প দামে গরু কিনে সেই গরু দু-এক বছর ধরে পুষে মোটাতাজা করা হয়। এরপর পর বিক্রি করে যে বাড়তি টাকা হয়, সেই টাকা দিয়ে ঘরবাড়ি মেরামত ও চাষাবাদের কাজ করি। কিন্তু আমার দীর্ঘদিনের গচ্ছিত টাকায় কেনা গরুটি চুরি হয়ে যাওয়ায় আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলাম। জানি না আবার এত টাকা গুছাতে কয় বছর লাগবে।’ এ বিষয় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।