ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দর্শনায় ৬ দফা দাবিতে সোমবার রেলপথ অবরোধের ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন ট্রেন আপ ও চিত্রা ট্রেনের ডাউন স্টপেজসহ ছয় দফা দাবিতে আগামী সোমবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘দর্শনার জন্য আমরা’ নামের একটি সংগঠন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে আনোয়ারুল ইসলাম বাবু বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার। এটি বৃহৎ শিল্পনগরী এবং দ্বিতীয় শ্রেণির পৌরসভা। বাংলাদেশ রেলওয়ের জন্মস্থান দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন হওয়ার সত্ত্বেও এখান থেকে অভ্যন্তরীণ কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। এখানে দেশের বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি, দেশের একমাত্র ফরেন লিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান, কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতায়াত করেন। কিন্তু দর্শনা হল্ট স্টেশনে ঢাকাÑখুলনাগামী কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই। এতে সমস্যায় পড়তে হয়।

আনোয়ারুল ইসলাম বাবু আরও বলেন, দিনের পর দিন অবহেলিত হওয়ার প্রেক্ষিতে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন জনস্বার্থে ৬ দফা দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও মন্ত্রীর সঙ্গে মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ করে। সে সময় মন্ত্রীর পরামর্শে দর্শনা পৌরসভার মাসিক সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের অনুলিপি, জীবননগর পৌরসভার মেয়র, দামুড়হুদার ১০ জন চেয়ারম্যান ও কেরু অ্যান্ড কোম্পানির মহাপরিচালকসহ আট শতাধিক ব্যক্তির স্বাক্ষরপত্র মন্ত্রীর কাছে দেওয়া হয়। ইতঃমধ্যে রেলওয়ের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর তদন্ত শেষ হয়। তারপরও অজানা কারণে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার রেলপথ অবরোধের কর্মসূিচ ঘোষণা করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দর্শনায় ৬ দফা দাবিতে সোমবার রেলপথ অবরোধের ঘোষণা

আপলোড টাইম : ১১:৩৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন ট্রেন আপ ও চিত্রা ট্রেনের ডাউন স্টপেজসহ ছয় দফা দাবিতে আগামী সোমবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘দর্শনার জন্য আমরা’ নামের একটি সংগঠন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে আনোয়ারুল ইসলাম বাবু বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশদ্বার। এটি বৃহৎ শিল্পনগরী এবং দ্বিতীয় শ্রেণির পৌরসভা। বাংলাদেশ রেলওয়ের জন্মস্থান দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন হওয়ার সত্ত্বেও এখান থেকে অভ্যন্তরীণ কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। এখানে দেশের বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি, দেশের একমাত্র ফরেন লিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান, কাস্টমসসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতায়াত করেন। কিন্তু দর্শনা হল্ট স্টেশনে ঢাকাÑখুলনাগামী কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই। এতে সমস্যায় পড়তে হয়।

আনোয়ারুল ইসলাম বাবু আরও বলেন, দিনের পর দিন অবহেলিত হওয়ার প্রেক্ষিতে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন জনস্বার্থে ৬ দফা দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও মন্ত্রীর সঙ্গে মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ করে। সে সময় মন্ত্রীর পরামর্শে দর্শনা পৌরসভার মাসিক সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের অনুলিপি, জীবননগর পৌরসভার মেয়র, দামুড়হুদার ১০ জন চেয়ারম্যান ও কেরু অ্যান্ড কোম্পানির মহাপরিচালকসহ আট শতাধিক ব্যক্তির স্বাক্ষরপত্র মন্ত্রীর কাছে দেওয়া হয়। ইতঃমধ্যে রেলওয়ের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর তদন্ত শেষ হয়। তারপরও অজানা কারণে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার রেলপথ অবরোধের কর্মসূিচ ঘোষণা করা হচ্ছে।