ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দগ্ধ বড় ভাই : হাসপাতালে পরিদর্শন জেলা প্রশাসকের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
  • / ৩০৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের কুড়িয়ে পাওয়া আতশবাজিতে
নিজস্ব প্রতিবেদক: ছোট ভাইয়ের কুড়িয়ে পাওয়া আতশবাজিতে দগ্ধ হয়ে বড় ভাই আবুল কালাম আজাদ (১৩) নামের এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আব্দুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা একাডেমী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্কুলছাত্রকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান। এ সময় তার সার্বিক খোজখবর নেন ও চিকিৎসার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন। ইতিমধ্যে তিনি স্কুলছাত্রের পরিবারের নিকট চিকিৎসার জন্য নগত পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানায় স্কুলছাত্রের পরিবার। জানা গেছে, গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের আশতবাজি উৎসব প্রদর্শিত হয়। এরই অংশ বিশেষ একটি আশতবাজি গতকাল সকালে স্কুলছাত্রের ছোট ভাই আবু বকর ছিদ্দিক টাউন মাঠে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যায়। আশতবাজিটা ভেজা থাকাই ঘরের বারান্দায় সেটির পাশে আগুন ধরিয়ে শুকাতে দেয়। এ সময় প্রাইভেট শেষে তার বড় ভাই আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে আশতবাজি দেখে ও তার গায়ে বিপদজনক লেখা দেখে হাত দিতে ধরে দূরে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময় তার হাতেই আশতবাজিটা ফেটে যায় ও সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দগ্ধ বড় ভাই : হাসপাতালে পরিদর্শন জেলা প্রশাসকের

আপলোড টাইম : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮

চুয়াডাঙ্গায় ছোট ভাইয়ের কুড়িয়ে পাওয়া আতশবাজিতে
নিজস্ব প্রতিবেদক: ছোট ভাইয়ের কুড়িয়ে পাওয়া আতশবাজিতে দগ্ধ হয়ে বড় ভাই আবুল কালাম আজাদ (১৩) নামের এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আব্দুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা একাডেমী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ স্কুলছাত্রকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান। এ সময় তার সার্বিক খোজখবর নেন ও চিকিৎসার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন। ইতিমধ্যে তিনি স্কুলছাত্রের পরিবারের নিকট চিকিৎসার জন্য নগত পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানায় স্কুলছাত্রের পরিবার। জানা গেছে, গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের আশতবাজি উৎসব প্রদর্শিত হয়। এরই অংশ বিশেষ একটি আশতবাজি গতকাল সকালে স্কুলছাত্রের ছোট ভাই আবু বকর ছিদ্দিক টাউন মাঠে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যায়। আশতবাজিটা ভেজা থাকাই ঘরের বারান্দায় সেটির পাশে আগুন ধরিয়ে শুকাতে দেয়। এ সময় প্রাইভেট শেষে তার বড় ভাই আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে আশতবাজি দেখে ও তার গায়ে বিপদজনক লেখা দেখে হাত দিতে ধরে দূরে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময় তার হাতেই আশতবাজিটা ফেটে যায় ও সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।