ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : পাকশী জোনের ডিআরএম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / ২০৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় জায়গা

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় জায়গা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী জোনের ডিআরএম প্রকৌশলী আশাদুল হক। গতকাল সন্ধ্যায় তিনি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে স্টেশন মাস্টার শরিফুল ইসলাম মিন্টুর উপস্থিতিতে এ কথা জানান।
রেলওয়ের পাকশী জোনের ডিআরএম প্রকৌশলী আশাদুল হক জানান, রেলওয়ের একটি প্রতিনিধি দল আলমডাঙ্গায় উপস্থিত হয়ে আবারও দখল করা জায়গা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, স্টেশন মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশন থেকে লাল ব্রিজ এলাকা পর্যন্ত রেলওয়ে জায়গায় অবৈধভাবে কয়েক শ মানুষ পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কয়েক মাস আগে রেলওয়ে কর্তৃপক্ষ বৈধ-অবৈধ স্থাপনার তালিকা প্রকাশ করে। সে সময় রেলওয়ে পাকশী জোনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা চিহ্নিত করে লাল ক্রস দিয়ে সেগুলি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এমনকি এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্টেশন এলাকায় মাইকিং করে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। এরপর গত ৩০ ডিসেম্বর সাড়ে ১০টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে উচ্ছেদ অভিযানে সে সময় ভেঙে দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ির ফাঁকা জায়গা পুনরায় দখল শুরু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : পাকশী জোনের ডিআরএম

আপলোড টাইম : ১০:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

আলমডাঙ্গায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় জায়গা

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় জায়গা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী জোনের ডিআরএম প্রকৌশলী আশাদুল হক। গতকাল সন্ধ্যায় তিনি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে স্টেশন মাস্টার শরিফুল ইসলাম মিন্টুর উপস্থিতিতে এ কথা জানান।
রেলওয়ের পাকশী জোনের ডিআরএম প্রকৌশলী আশাদুল হক জানান, রেলওয়ের একটি প্রতিনিধি দল আলমডাঙ্গায় উপস্থিত হয়ে আবারও দখল করা জায়গা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দীন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, স্টেশন মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, আলমডাঙ্গার রেলস্টেশন থেকে লাল ব্রিজ এলাকা পর্যন্ত রেলওয়ে জায়গায় অবৈধভাবে কয়েক শ মানুষ পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কয়েক মাস আগে রেলওয়ে কর্তৃপক্ষ বৈধ-অবৈধ স্থাপনার তালিকা প্রকাশ করে। সে সময় রেলওয়ে পাকশী জোনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা চিহ্নিত করে লাল ক্রস দিয়ে সেগুলি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। এমনকি এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্টেশন এলাকায় মাইকিং করে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। এরপর গত ৩০ ডিসেম্বর সাড়ে ১০টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে উচ্ছেদ অভিযানে সে সময় ভেঙে দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ির ফাঁকা জায়গা পুনরায় দখল শুরু হয়েছে।