ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ত্রাণ দিতে গিয়ে মার খেলেন রুদ্রনীল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / ৫৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। অতিমারীর সময় তাই গেরুয়া শিবিরের অনেক নেতাকেই সাধারণ মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হলো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। তাকে চড় মারা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি। তার অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এমনকি, অভিনেতাকে চড়ও মারা হয়। তিনি বলেন, ‘ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।’ ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তার কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল ত্রাণ দেওয়ার প্রশাসনিক অনুমতি তার কাছে আছে কিনা, তাতেই মেজাজ হারান অভিনেতা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ত্রাণ দিতে গিয়ে মার খেলেন রুদ্রনীল

আপলোড টাইম : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

বিনোদন প্রতিবেদন:
করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। অতিমারীর সময় তাই গেরুয়া শিবিরের অনেক নেতাকেই সাধারণ মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়তে হলো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। তাকে চড় মারা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি। তার অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এমনকি, অভিনেতাকে চড়ও মারা হয়। তিনি বলেন, ‘ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।’ ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তার কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল ত্রাণ দেওয়ার প্রশাসনিক অনুমতি তার কাছে আছে কিনা, তাতেই মেজাজ হারান অভিনেতা।