ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তুরস্ক ও সিরিয়ার মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধের আশংকা’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • / ২২৮ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন
উত্তর পশ্চিম সিরিয়ায় এক বিমান হামলায় ৩৩ জন তুর্কি সৈন্য নিহত হবার পর একে কেন্দ্র করে ওই অঞ্চলে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান আংকারায় এক উচ্চপর্যায়ে নিরাপত্তা বৈঠক করেন। তুরস্কের বাহিনী সিরিয়ার ২০০টি লক্ষ্যবস্তুর ওপর স্থল ও বিমান হামলা শুরু করে। তুরস্কের দাবি, হামলায় ৩০৯ জন সিরিয়ান সৈন্যকে ‘নির্মূল’ করা হয়েছে। পাশাপাশি ৫টি হেলিকপ্টার, ২৩টি ট্যাংক, ২৩টি হাওইটজার এবং দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমে দৃশ্যতঃ সিরিয়ান সামরিক যানে বিস্ফোরণের ছবি দেখানো হয়েছে। জানা যায়, ইদলিব প্রদেশে বাশার আসাদ-বিরোধী বাহিনী সারাকেব নামে একটি শহর দখল করে নেয়ার পর ওই বিমান হামলা চালানো হয়। সেখানে তুর্কি সৈন্যরা জিহাদি যোদ্ধাদের পাশে নিয়ে যুদ্ধ করছিল বলে বলা হয়, যদিও তুরস্ক তা অস্বীকার করছে। তুরস্কের হাতায় প্রদেশের গভর্নর রাহমি ডোগান বলেছেন, “আসাদের বাহিনীর বিমান হামলায় আমাদের ৩৩ জন সৈন্য শহীদ হয়েছেন।” এর আগেও গতমাসে ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সেনা নিহত হন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তুরস্ক ও সিরিয়ার মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধের আশংকা’

আপলোড টাইম : ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০

বিশ্ব প্রতিবেদন
উত্তর পশ্চিম সিরিয়ায় এক বিমান হামলায় ৩৩ জন তুর্কি সৈন্য নিহত হবার পর একে কেন্দ্র করে ওই অঞ্চলে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান আংকারায় এক উচ্চপর্যায়ে নিরাপত্তা বৈঠক করেন। তুরস্কের বাহিনী সিরিয়ার ২০০টি লক্ষ্যবস্তুর ওপর স্থল ও বিমান হামলা শুরু করে। তুরস্কের দাবি, হামলায় ৩০৯ জন সিরিয়ান সৈন্যকে ‘নির্মূল’ করা হয়েছে। পাশাপাশি ৫টি হেলিকপ্টার, ২৩টি ট্যাংক, ২৩টি হাওইটজার এবং দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যমে দৃশ্যতঃ সিরিয়ান সামরিক যানে বিস্ফোরণের ছবি দেখানো হয়েছে। জানা যায়, ইদলিব প্রদেশে বাশার আসাদ-বিরোধী বাহিনী সারাকেব নামে একটি শহর দখল করে নেয়ার পর ওই বিমান হামলা চালানো হয়। সেখানে তুর্কি সৈন্যরা জিহাদি যোদ্ধাদের পাশে নিয়ে যুদ্ধ করছিল বলে বলা হয়, যদিও তুরস্ক তা অস্বীকার করছে। তুরস্কের হাতায় প্রদেশের গভর্নর রাহমি ডোগান বলেছেন, “আসাদের বাহিনীর বিমান হামলায় আমাদের ৩৩ জন সৈন্য শহীদ হয়েছেন।” এর আগেও গতমাসে ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের অন্তত ১৩ সেনা নিহত হন।