ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / ১২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আদালতের কর্মচারিদের
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। গতকার বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা
তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন তাঁরা। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকিলিটি যথাযথ স্থানে পৌছে দেওয়ার আশ্বাস দিয়ে দেন।
স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা জজ আদালতের প্রধান তুলনাকারক মাসুদুজ্জামান, সাধারণ সম্পাদক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ওসমান গনি, আব্দুল্লাহ আল মামুন মজিদ, নজরুল ইসলাম, লিপন, অমিত খান, তারিকুল ইসলাম, খন্দকার কবির উদ্দীন, সোহরাব উদ্দীন, জহুরুল ইসলাম, আব্দুল্লা আল মামুন, উম্মে আসমা সুলতানা, নাজমা খাতুন, শহিদুল ইসলাম, সুমন প্রমুখ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান ও সাধারণ সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত স্মাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বিচার বিভাগের কর্মচারী হওয়া সত্বেও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয় কিংবা উচ্চ আদালতের কর্মচারীদের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান না করে তাঁদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়। বিচার বিভাগ ১লা নভেম্বর, ২০০৭ তারিখে নির্বাহী বিভাগ হতে পৃথকীকরণ হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে বর্তমান সরকার কর্তৃক বিচারকদের জন্য “বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল” নামে একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করা হয়। কিন্তু বিচার বিভাগের কর্মচারীরা একই দপ্তরে/আদালতে বিচারকার্যে বিচারকগণের সহায়ক কর্মচারী হিসেবে কাজ করা সত্বেও স্বতন্ত্র বেতন স্কেলসহ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আদালতের কর্মচারীরা বিচারিক কাজের অতি আবশ্যক সহায়ক কর্মচারী। সরকারের অন্য যে কোন বিভাগের চেয়ে বিচার বিভাগের কর্মচারীগণ অধিক পরিশ্রম করেন।
স্মারকলিপিতে বিচার বিভাগের কর্মচারীদের বিভিন্ন বিষয় উল্লেখ করে, তিন দফা দাবি জানানো হয়। দাবিতে বলা হয়, ১। অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। ২। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করে হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বৎসর অন্তর অন্তর পদোন্নতি/ উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। ৩। অধন্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে।
মেহেরপুর অফিস:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা পলাশ উদ্দিন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আপলোড টাইম : ০৯:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আদালতের কর্মচারিদের
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। গতকার বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা
তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন তাঁরা। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকিলিটি যথাযথ স্থানে পৌছে দেওয়ার আশ্বাস দিয়ে দেন।
স্মারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা জজ আদালতের প্রধান তুলনাকারক মাসুদুজ্জামান, সাধারণ সম্পাদক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ওসমান গনি, আব্দুল্লাহ আল মামুন মজিদ, নজরুল ইসলাম, লিপন, অমিত খান, তারিকুল ইসলাম, খন্দকার কবির উদ্দীন, সোহরাব উদ্দীন, জহুরুল ইসলাম, আব্দুল্লা আল মামুন, উম্মে আসমা সুলতানা, নাজমা খাতুন, শহিদুল ইসলাম, সুমন প্রমুখ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান ও সাধারণ সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত স্মাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বিচার বিভাগের কর্মচারী হওয়া সত্বেও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয় কিংবা উচ্চ আদালতের কর্মচারীদের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান না করে তাঁদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়। বিচার বিভাগ ১লা নভেম্বর, ২০০৭ তারিখে নির্বাহী বিভাগ হতে পৃথকীকরণ হয় এবং এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে বর্তমান সরকার কর্তৃক বিচারকদের জন্য “বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল” নামে একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করা হয়। কিন্তু বিচার বিভাগের কর্মচারীরা একই দপ্তরে/আদালতে বিচারকার্যে বিচারকগণের সহায়ক কর্মচারী হিসেবে কাজ করা সত্বেও স্বতন্ত্র বেতন স্কেলসহ সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আদালতের কর্মচারীরা বিচারিক কাজের অতি আবশ্যক সহায়ক কর্মচারী। সরকারের অন্য যে কোন বিভাগের চেয়ে বিচার বিভাগের কর্মচারীগণ অধিক পরিশ্রম করেন।
স্মারকলিপিতে বিচার বিভাগের কর্মচারীদের বিভিন্ন বিষয় উল্লেখ করে, তিন দফা দাবি জানানো হয়। দাবিতে বলা হয়, ১। অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। ২। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন করে হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বৎসর অন্তর অন্তর পদোন্নতি/ উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। ৩। অধন্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে।
মেহেরপুর অফিস:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ তিন দফা দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা পলাশ উদ্দিন প্রমুখ।