ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তিতুহদের বাজারে জমে উঠেছে গরম পোশাকের কদর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • / ৩২০ বার পড়া হয়েছে

আকিমুল ইসলাম: তীব্র শীতের প্রকোপ বাড়ায় চুয়াডাঙ্গার তিতুদহের বিভিন্ন বাজারে জমে উঠেছে ফুটপাতের গরম পোশাকের কদর। বেঁচাকেনা জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতে। নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরনো কাপড়ের দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়ছেন। ফুটপাত বা উন্মুক্ত ভ্যানে রাখা শীত পোশাকের দোকানগুলোতে নি¤œবিত্ত থেকে শুরু করে প্রায় মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা প্রতিনিয়ত ভিড় করছেন। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা। এখানের দোকানগুলোতে পুরনো সব রকমের পোশাকের কদর বেশি। পুরনো এসব পোশাক যথেষ্ট সস্তা এবং বেশ শীত নিবারনদায়ক বলে অনেকে বলছেন। আবার অনেক ফুটপাতের দোকানি নতুন পোশাকও বিক্রি করছেন।সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজারসহ তিতুহদ ইউনিয়নের খাড়াগোদা বাজার, গড়াইটুপি বাজার, কালুপোল বাজার ও এলাকার পার্শ্ববতী ছোট বড় সকল বাজারে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড় বেশি। এসব দোকানে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হাত-পায়ের মোজা ইত্যাদি পোশাকে সয়লাব হয়ে গেছে। বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের ভিড়ে জম্পেশ পরিবেশ তৈরি হয়েছে।ক্রেতারা জানান, এসব দোকানের পোশাক সহজলভ্য হওয়ায় এবং ভালো ভালো পোশাক পাওয়ায় আমরা এখান থেকে পোশাক কিনছি। এসব পোশাক মার্কেটে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে তাই এখান থেকে কম দামে কিনছি। অন্যদিকে এসব দোকানিরা জানান, বিলাসবহুল দোকানে বিক্রি কম হলেও ফুটপাতের দোকানগুলোতে এখন বিক্রি বেশি।ফুটপাতের দোকানিরা বলেন, শীত আসার আগে মোটামুটি কম দামে ভালো পণ্য কেনার আশায় নি¤œবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন এসব দোকানে আসছেন। তারা জানান, পুরাতন সোয়েটার, জাম্পার, জ্যাকেটের মূল্য ৬০-৩০০ টাকা পর্যন্ত। আর মার্কেটে নতুন সোয়েটার, জাম্পার, জ্যাকেটের মূল্য পরে ৫শ’ ৪ হাজার টাকা পর্যন্ত। তাই কম দামে পোশাক পাওয়ায় আমাদের দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছে বেশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তিতুহদের বাজারে জমে উঠেছে গরম পোশাকের কদর

আপলোড টাইম : ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

আকিমুল ইসলাম: তীব্র শীতের প্রকোপ বাড়ায় চুয়াডাঙ্গার তিতুদহের বিভিন্ন বাজারে জমে উঠেছে ফুটপাতের গরম পোশাকের কদর। বেঁচাকেনা জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতে। নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় পুরনো কাপড়ের দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়ছেন। ফুটপাত বা উন্মুক্ত ভ্যানে রাখা শীত পোশাকের দোকানগুলোতে নি¤œবিত্ত থেকে শুরু করে প্রায় মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা প্রতিনিয়ত ভিড় করছেন। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা। এখানের দোকানগুলোতে পুরনো সব রকমের পোশাকের কদর বেশি। পুরনো এসব পোশাক যথেষ্ট সস্তা এবং বেশ শীত নিবারনদায়ক বলে অনেকে বলছেন। আবার অনেক ফুটপাতের দোকানি নতুন পোশাকও বিক্রি করছেন।সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজারসহ তিতুহদ ইউনিয়নের খাড়াগোদা বাজার, গড়াইটুপি বাজার, কালুপোল বাজার ও এলাকার পার্শ্ববতী ছোট বড় সকল বাজারে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড় বেশি। এসব দোকানে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হাত-পায়ের মোজা ইত্যাদি পোশাকে সয়লাব হয়ে গেছে। বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের ভিড়ে জম্পেশ পরিবেশ তৈরি হয়েছে।ক্রেতারা জানান, এসব দোকানের পোশাক সহজলভ্য হওয়ায় এবং ভালো ভালো পোশাক পাওয়ায় আমরা এখান থেকে পোশাক কিনছি। এসব পোশাক মার্কেটে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে তাই এখান থেকে কম দামে কিনছি। অন্যদিকে এসব দোকানিরা জানান, বিলাসবহুল দোকানে বিক্রি কম হলেও ফুটপাতের দোকানগুলোতে এখন বিক্রি বেশি।ফুটপাতের দোকানিরা বলেন, শীত আসার আগে মোটামুটি কম দামে ভালো পণ্য কেনার আশায় নি¤œবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন এসব দোকানে আসছেন। তারা জানান, পুরাতন সোয়েটার, জাম্পার, জ্যাকেটের মূল্য ৬০-৩০০ টাকা পর্যন্ত। আর মার্কেটে নতুন সোয়েটার, জাম্পার, জ্যাকেটের মূল্য পরে ৫শ’ ৪ হাজার টাকা পর্যন্ত। তাই কম দামে পোশাক পাওয়ায় আমাদের দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছে বেশ।