ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তিতুদহ পুলিশের অভিযানে দু’জন ডাকাত সদস্য আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
  • / ৩২৭ বার পড়া হয়েছে

18554931_288897058188508_1545421742_nতিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশের হাতে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকায় গ্রেফতার হওয়া একই ইউনিয়নের গবরগাড়া গ্রামের মনির দর্জির স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে আরো দু’জন ডাকাতকে গ্রেফতার করেছে তিতুদহ ক্যাম্পের এসআই লিটন গাজী ও টুআইসি লিয়াকত হোসেনসহ সঙ্গীয় ফোর্স। ক্যাম্প সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি মেলার মোড়ে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ৩টি বাড়ীতে গণডাকাতি করে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা। ওই একই রাতে গবরগাড়া এলাকার ব্রিজ নির্মাণ কাজের শ্রমিকদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ডাকাতি করে। এ খবর পেয়ে তিতুদহ ক্যাম্পের এসআই লিটন গাজী ও টুআইসি লিয়াকত হোসেন ঘটনাস্থল গিয়ে  ডাকাতির কবলে পাড়ায় ব্যক্তিদের কাছথেকে বিস্তারিত শুনে সঙ্গীয় ফোর্স নিয়ে রওনা দেন ডাকাতদের ধরতে। ওই রাতে অতি বিচক্ষণতার পরিচয় মেলে পুলিশের। বৃষ্টিভেজা রাতে মাঠের মধ্যে ডাকাতদের পায়ের চিহ্ন দেখে দেখে  উপস্থিত হন মনির দর্জি নামে একজনের বাড়ীতে। সেখান থেকে ডাকাতির সরঞ্জামাদি ও টাকাসহ ভোররাতে  তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে ক্যাম্পের মধ্যে ডাকাতির ঘটনা অকপটে স্বীকার করে। তারই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তিকরে গতকাল বুধবার রাত দেড়টার দিকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে একই ইউনিয়নের গহেরপুর গ্রামের মৃত.এলাহী বক্সের পুত্র শরিফুল ইসলাম ও একই গ্রামের শলকের পুত্র আমিনকে গ্রেফতার করে। গতকাল রাতেই তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরন করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তিতুদহ পুলিশের অভিযানে দু’জন ডাকাত সদস্য আটক

আপলোড টাইম : ০৫:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭

18554931_288897058188508_1545421742_nতিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশের হাতে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকায় গ্রেফতার হওয়া একই ইউনিয়নের গবরগাড়া গ্রামের মনির দর্জির স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে আরো দু’জন ডাকাতকে গ্রেফতার করেছে তিতুদহ ক্যাম্পের এসআই লিটন গাজী ও টুআইসি লিয়াকত হোসেনসহ সঙ্গীয় ফোর্স। ক্যাম্প সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি মেলার মোড়ে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ৩টি বাড়ীতে গণডাকাতি করে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা। ওই একই রাতে গবরগাড়া এলাকার ব্রিজ নির্মাণ কাজের শ্রমিকদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ডাকাতি করে। এ খবর পেয়ে তিতুদহ ক্যাম্পের এসআই লিটন গাজী ও টুআইসি লিয়াকত হোসেন ঘটনাস্থল গিয়ে  ডাকাতির কবলে পাড়ায় ব্যক্তিদের কাছথেকে বিস্তারিত শুনে সঙ্গীয় ফোর্স নিয়ে রওনা দেন ডাকাতদের ধরতে। ওই রাতে অতি বিচক্ষণতার পরিচয় মেলে পুলিশের। বৃষ্টিভেজা রাতে মাঠের মধ্যে ডাকাতদের পায়ের চিহ্ন দেখে দেখে  উপস্থিত হন মনির দর্জি নামে একজনের বাড়ীতে। সেখান থেকে ডাকাতির সরঞ্জামাদি ও টাকাসহ ভোররাতে  তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে ক্যাম্পের মধ্যে ডাকাতির ঘটনা অকপটে স্বীকার করে। তারই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তিকরে গতকাল বুধবার রাত দেড়টার দিকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে একই ইউনিয়নের গহেরপুর গ্রামের মৃত.এলাহী বক্সের পুত্র শরিফুল ইসলাম ও একই গ্রামের শলকের পুত্র আমিনকে গ্রেফতার করে। গতকাল রাতেই তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরন করে।