ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তালেবানকে সহায়তার খবর ভিত্তিহীন : ইমরান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • / ৩৩ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
পাকিস্তানের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গিয়ে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবানদের সহায়তা করেছে, এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইমরান খান। পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী একথা বলেন। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির উপস্থাপিকা জুডি উডরফ এ সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে পাকিস্তানকে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, তার সরকার গোয়েন্দা কর্মকাণ্ড চালানোর জন্য বা জঙ্গিবিরোধী অভিযান চালাতে পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে না। ইমরান খান বলেন, ‘সীমান্তের ভেতরে আর কোনো লড়াই বা কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সহ্য করার মতো সামর্থ্য আর আমাদের নেই।’ তিনি বলেন, ‘যখন সন্ত্রাসের বিরুদ্ধে সেই যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা ছিলাম, যেটাতে যোগ দিয়েছিল পাকিস্তান, তখন দেশব্যাপী আত্মঘাতি হামলার ঘটনা ঘটেছে। ব্যবসা ধসে পড়েছিল; পর্যটন ধসে পড়েছিল। এ কারণে আমরা কোনো সংঘাতের অংশ হতে চাই না।’ ইমরান খান বলেন, আফগানিস্তানে সংঘাতের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ করার জন্য তালেবানকে বলেছিল পাকিস্তান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তালেবানকে সহায়তার খবর ভিত্তিহীন : ইমরান

আপলোড টাইম : ০৮:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

বিশ্ব প্রতিবেদন:
পাকিস্তানের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে গিয়ে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবানদের সহায়তা করেছে, এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইমরান খান। পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী একথা বলেন। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটির উপস্থাপিকা জুডি উডরফ এ সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে পাকিস্তানকে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, তার সরকার গোয়েন্দা কর্মকাণ্ড চালানোর জন্য বা জঙ্গিবিরোধী অভিযান চালাতে পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে না। ইমরান খান বলেন, ‘সীমান্তের ভেতরে আর কোনো লড়াই বা কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সহ্য করার মতো সামর্থ্য আর আমাদের নেই।’ তিনি বলেন, ‘যখন সন্ত্রাসের বিরুদ্ধে সেই যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা ছিলাম, যেটাতে যোগ দিয়েছিল পাকিস্তান, তখন দেশব্যাপী আত্মঘাতি হামলার ঘটনা ঘটেছে। ব্যবসা ধসে পড়েছিল; পর্যটন ধসে পড়েছিল। এ কারণে আমরা কোনো সংঘাতের অংশ হতে চাই না।’ ইমরান খান বলেন, আফগানিস্তানে সংঘাতের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ করার জন্য তালেবানকে বলেছিল পাকিস্তান।