ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তামিম-সৌম্যে বিসিবি একাদশের জয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: কুয়াশাচ্ছন্ন সকালে শেই হোপ, কাইরেন পাওয়েলের মারকুটে ব্যাটিং দেখে অনেকের কপালে ভাজ পড়েছিল। সময় যত গড়িয়েছে উইকেটের চালচিত্র সবার কাছেই স্পষ্ট হয়ে উঠেছিল। রানপ্রসবা হিসেবে বিকেএসপির তিন নম্বর উইকেটের খ্যাতিটা নতুন নয়। বৃহস্পতিবারও ব্যতিক্রম হয়নি। উইকেট যেন ব্যাটসম্যানদের ইচ্ছেমতির খেল হয়েই দেখা দিয়েছিল। বল আসছে, ব্যাটের তোড়ে উড়ে আছড়ে পড়ছে বাউন্ডারির বাইরে। এটি নিয়মিত দৃশ্যই ছিল বিকেএসপিতে। বরাবরের মতোই ব্যাটসম্যানরা কচুকাটা করেছেন বোলারদের। রান উৎসবে অংশগ্রহণ ছিল দুদলের ব্যাটসম্যানদেরই। ওয়ানডে সিরিজের আগে আদর্শ ব্যাটিং অনুশীলনে তৃপ্ত থাকবে দুই দল। তবে বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা প্রায় তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমেই স্বভাবসুলভ স্ট্রোক প্লে ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ব্যাটিংয়ের নান্দনিক রূপটা তুলে ধরেছেন সৌম্য সরকারও। দুই বাঁহাতি ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছেন। মাতিয়েছেন বিকেএসপি। রান মিছিলের প্রস্তুতি ম্যাচে জয়ের স্বস্তি অবশ্য বিসিবি একাদশই পেয়েছে। ডিএল মেথডে ৫১ রানে জয় পেয়েছে বিসিবি একাদশ। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ৩৩১ রান করে। জবাবে বিসিবি একাদশ ৪১ ওভারে ছয় উইকেটে ৩১৪ রান তুলতেই আম্পায়াররা আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন। পরে ডিএল মেথডে জয়ী ঘোষণা করা হয় বিসিবি একাদশকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

তামিম-সৌম্যে বিসিবি একাদশের জয়

আপলোড টাইম : ১০:৩৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮

খেলাধুলা ডেস্ক: কুয়াশাচ্ছন্ন সকালে শেই হোপ, কাইরেন পাওয়েলের মারকুটে ব্যাটিং দেখে অনেকের কপালে ভাজ পড়েছিল। সময় যত গড়িয়েছে উইকেটের চালচিত্র সবার কাছেই স্পষ্ট হয়ে উঠেছিল। রানপ্রসবা হিসেবে বিকেএসপির তিন নম্বর উইকেটের খ্যাতিটা নতুন নয়। বৃহস্পতিবারও ব্যতিক্রম হয়নি। উইকেট যেন ব্যাটসম্যানদের ইচ্ছেমতির খেল হয়েই দেখা দিয়েছিল। বল আসছে, ব্যাটের তোড়ে উড়ে আছড়ে পড়ছে বাউন্ডারির বাইরে। এটি নিয়মিত দৃশ্যই ছিল বিকেএসপিতে। বরাবরের মতোই ব্যাটসম্যানরা কচুকাটা করেছেন বোলারদের। রান উৎসবে অংশগ্রহণ ছিল দুদলের ব্যাটসম্যানদেরই। ওয়ানডে সিরিজের আগে আদর্শ ব্যাটিং অনুশীলনে তৃপ্ত থাকবে দুই দল। তবে বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা প্রায় তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমেই স্বভাবসুলভ স্ট্রোক প্লে ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ব্যাটিংয়ের নান্দনিক রূপটা তুলে ধরেছেন সৌম্য সরকারও। দুই বাঁহাতি ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছেন। মাতিয়েছেন বিকেএসপি। রান মিছিলের প্রস্তুতি ম্যাচে জয়ের স্বস্তি অবশ্য বিসিবি একাদশই পেয়েছে। ডিএল মেথডে ৫১ রানে জয় পেয়েছে বিসিবি একাদশ। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ৩৩১ রান করে। জবাবে বিসিবি একাদশ ৪১ ওভারে ছয় উইকেটে ৩১৪ রান তুলতেই আম্পায়াররা আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন। পরে ডিএল মেথডে জয়ী ঘোষণা করা হয় বিসিবি একাদশকে।