ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র দর্শনায় উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • / ৪৮২ বার পড়া হয়েছে

শিক্ষকের নির্যাতনে মাদ্রাসা থেকে পালিয়ে আট দিন পথে পথে শিশু মার্শাল
দর্শনা অফিস:
সারা দেশে যখন ছেলেধরা গুজবে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে নিখোঁজ হওয়া আলফাজ হোসেন মার্শাল (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। সে ১০ পারা কোরআনের হাফেজ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে দর্শনা হল্ট স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে ঢাকা যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার আবজাল হোসেনের ছেলে ও একই এলাকার উলুমে শরীয়া মাদ্রাসার ছাত্র। শিশুটি জানায়, মাদ্রাসার এক শিক্ষকের মাত্রাহীন নির্যাতনের কারণে মাদ্রাসা থেকে সে পালিয়ে এসেছে। সে নিজ বাড়িতে না যেয়ে আট দিন ধরে পথে পথে ঘুরছে। এর মধ্যে সে বেশির ভাগ সময় পার করেছে ট্রেনে।
স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শিশুটি ক্ষুধার্ত অবস্থায় দর্শনা হল্ট স্টেশন চত্বরে অবস্থিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কিছু খাবার খাওয়ার জন্য সাহায্য চাইতে থাকে। এ সময় স্টেশন এলাকার দবির উদ্দিনের কাপড়ের দোকানে সাহায্য চাইতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সে। এ অবস্থা দেখে দবিরের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক ওয়াসিম রয়েলকে খবর দেওয়া হয়। এরপর সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শিশুটির পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। মুঠোফোনে সংবাদ পাওয়া মাত্র শিশুটির পিতা আবজাল হোসেন কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ১৪ জুলাই মাদ্রাসা থেকে নিখোঁজ হয় শিশু মার্শাল। মার্শালের খবর জাানতে পেরে নিকট আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়ে শিশুটির পরিবার। এদিকে দেশের বিভিন্ন এলাকায় ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছে। শেষমেশ কোনো উপায় না পেয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ছেলে আলফাজ হোসেন মার্শালের সন্ধান পেতে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করেন তার বাবা।
শিশুটি সাংবাদিক ওয়াসিম রয়েলের হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির বাবা ও যশোরে বসবাসকারী মামা দর্শনার উদ্দেশে রওনা দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঢাকা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র দর্শনায় উদ্ধার

আপলোড টাইম : ০৯:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯

শিক্ষকের নির্যাতনে মাদ্রাসা থেকে পালিয়ে আট দিন পথে পথে শিশু মার্শাল
দর্শনা অফিস:
সারা দেশে যখন ছেলেধরা গুজবে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে নিখোঁজ হওয়া আলফাজ হোসেন মার্শাল (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। সে ১০ পারা কোরআনের হাফেজ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে দর্শনা হল্ট স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে ঢাকা যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার আবজাল হোসেনের ছেলে ও একই এলাকার উলুমে শরীয়া মাদ্রাসার ছাত্র। শিশুটি জানায়, মাদ্রাসার এক শিক্ষকের মাত্রাহীন নির্যাতনের কারণে মাদ্রাসা থেকে সে পালিয়ে এসেছে। সে নিজ বাড়িতে না যেয়ে আট দিন ধরে পথে পথে ঘুরছে। এর মধ্যে সে বেশির ভাগ সময় পার করেছে ট্রেনে।
স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শিশুটি ক্ষুধার্ত অবস্থায় দর্শনা হল্ট স্টেশন চত্বরে অবস্থিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কিছু খাবার খাওয়ার জন্য সাহায্য চাইতে থাকে। এ সময় স্টেশন এলাকার দবির উদ্দিনের কাপড়ের দোকানে সাহায্য চাইতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সে। এ অবস্থা দেখে দবিরের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক ওয়াসিম রয়েলকে খবর দেওয়া হয়। এরপর সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শিশুটির পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। মুঠোফোনে সংবাদ পাওয়া মাত্র শিশুটির পিতা আবজাল হোসেন কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ১৪ জুলাই মাদ্রাসা থেকে নিখোঁজ হয় শিশু মার্শাল। মার্শালের খবর জাানতে পেরে নিকট আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়ে শিশুটির পরিবার। এদিকে দেশের বিভিন্ন এলাকায় ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছে। শেষমেশ কোনো উপায় না পেয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ছেলে আলফাজ হোসেন মার্শালের সন্ধান পেতে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করেন তার বাবা।
শিশুটি সাংবাদিক ওয়াসিম রয়েলের হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির বাবা ও যশোরে বসবাসকারী মামা দর্শনার উদ্দেশে রওনা দিয়েছেন।