ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘মেগান’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। ৬ জানুয়ারি মুক্তি পাওয়া ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই সিনেমা দেখতে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঢাকায়। কী আছে সিনেমার গল্পে? খেলনা প্রস্তুতকারক এক কোম্পানির রোবট-বিশেষজ্ঞ জেমা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি পুতুল তৈরি করে। জেমার বোন ও বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি (ভায়োলেট ম্যাকগ্রো) আশ্রয় নেয় জেমার কাছে। কেডির অভিভাবক জেমা হলেও সে কেডির দায়িত্ব দেয় মেগানের কাছে। কেডিকে দেখভালের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করে পুতুলটি; তবে দায়িত্বের নামে বাড়াবাড়িও করে। একসময় পুতুলটি সহিংস হয়ে ওঠে। এরপর একের পর এক ভয়ংকর ঘটনার সাক্ষী হতে থাকেন পর্দার সামনের দর্শকেরা। সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। মাত্র এক মাসের ব্যবধানে আলোচিত সিনেমাটি বক্স অফিসে প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে। বিশ্বজুড়ে আলোচিত ভৌতিক পুতুল ‘মেগান’ এবার আসছে ঢাকায়, শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমায় মেগান চরিত্রে অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তার ভাগনি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো। ছবিটি পরিচালনা করেছেন জেরার্ড জনস্টন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা ‘মেগান’

আপলোড টাইম : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন প্রতিবেদন:
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। ৬ জানুয়ারি মুক্তি পাওয়া ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই সিনেমা দেখতে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঢাকায়। কী আছে সিনেমার গল্পে? খেলনা প্রস্তুতকারক এক কোম্পানির রোবট-বিশেষজ্ঞ জেমা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি পুতুল তৈরি করে। জেমার বোন ও বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি (ভায়োলেট ম্যাকগ্রো) আশ্রয় নেয় জেমার কাছে। কেডির অভিভাবক জেমা হলেও সে কেডির দায়িত্ব দেয় মেগানের কাছে। কেডিকে দেখভালের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করে পুতুলটি; তবে দায়িত্বের নামে বাড়াবাড়িও করে। একসময় পুতুলটি সহিংস হয়ে ওঠে। এরপর একের পর এক ভয়ংকর ঘটনার সাক্ষী হতে থাকেন পর্দার সামনের দর্শকেরা। সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন। মাত্র এক মাসের ব্যবধানে আলোচিত সিনেমাটি বক্স অফিসে প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে। বিশ্বজুড়ে আলোচিত ভৌতিক পুতুল ‘মেগান’ এবার আসছে ঢাকায়, শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমায় মেগান চরিত্রে অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তার ভাগনি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো। ছবিটি পরিচালনা করেছেন জেরার্ড জনস্টন।