ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ডিসেম্বরেই নতুন কোচ পাচ্ছে বার্সেলোনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • / ২২৯ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও নিজেদের গ্রুপের শীর্ষে কাতালানরা। কিন্তু এসব সাফল্য ভোলাতে পারছে না সমর্থকদের। বার্সেলোনার চিরচেনা ছন্দময় ফুটবল হারিয়ে গেছে দলটির খেলা থেকে। এক লিওনেল মেসির ওপর নির্ভর করেই দুই মৌসুম কাটিয়ে দিয়েছেন কোচ আরনেস্তো ভালভার্দে। এ মৌসুমেও সে পরিকল্পনার ছাপই দেখা যাচ্ছে মাঠে। তাই কোচ বদলানোর জন্য প্রতিদিনই আবেদন করে চলেছেন সমর্থকেরা। সে আশা নাকি ডিসেম্বরেই পূরণ হবে! বার্সেলোনা যেমনই খেলুক না কেন, আরনেস্তো ভালভার্দেকে পুরো মৌসুমেই দেখার সম্ভাবনা বেশি। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মৌসুমের মাঝপথে কোচ ছাঁটাইয়ের রেকর্ড গড়লেও ১৭ বছর ধরে এমন কিছু দেখাচ্ছে না বার্সেলোনা। এবার সে রেকর্ড নাকি টিকে থাকবে না। প্রচ- চাপের মুখে ভালভার্দেকে নাকি ছাঁটাই ক্রতে যাচ্ছে বার্সেলোনা। বছর শেষ হওয়ার আগে সম্ভাব্য সেরা কোচকে পাওয়ার সম্ভাবনা নেই বলেই নাকি এখনো ছাঁটাই হচ্ছেন না ভালভার্দে। মেসিদের পরবর্তী কোচ কে হবেন? মারসেলো গ্যালার্দো। বর্তমানে রিভার প্লেটের দায়িত্বে আছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলা গ্যালার্দো। আর্জেন্টাইন ক্লাবের হয়ে দুর্দান্ত কাজ করছেন এই কোচ। তাই গ্যালার্দোর প্রতি নজর পড়েছে বার্সেলোনার। প্রথমে ভাবা হয়েছিল আগামী মৌসুমে আসতে পারেন এই কোচ। কিন্তু ১৯৮৬ বিশ্বকাপ জেতা ক্লদিও বোর্ঘির দাবি, এ জানুয়ারিতেই সেটা সম্ভব, ‘ডিসেম্বরেই বার্সেলোনার কোচ হবে গ্যালার্দো। সে বিশ্বের অন্যতম সেরা কোচ। রিভার প্লেটের সভাপতি ডি’অনোফ্রিও বলেছে শুধুমাত্র নিজে থেকে বিদায় নিলেই যেতে পারবে গ্যালার্দো। কিন্তু আমাকে এ ব্যাপারের সঙ্গে জড়িত একজন নিশ্চিত করেছে এ খবরটা।’ রিভার প্লেটের খেলা বিষয়ক পরিচালক এনজো ফ্রান্সেসকোলিও তেমন ইঙ্গিতই দিয়েছেন, ‘আমাদের যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত হতে হবে। কয়েক বছর আগে র‌্যামন ডিয়াজও বলেছিলে, সে চলে যেতে চায়। আমি অবশ্য এ নিয়ে বেশি ভাবছি না। যখন আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলি তখনই আমাকে মনে করিয়ে দিচ্ছেন। কয়েক মাস পরে কী হবে তা নিয়ে আমি ভাবতে চাই না, বিশেষ করে সিদ্ধান্ত যখন আমাকে নিতে হবে না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ডিসেম্বরেই নতুন কোচ পাচ্ছে বার্সেলোনা

আপলোড টাইম : ১০:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯

খেলাধুলা প্রতিবেদন:
লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও নিজেদের গ্রুপের শীর্ষে কাতালানরা। কিন্তু এসব সাফল্য ভোলাতে পারছে না সমর্থকদের। বার্সেলোনার চিরচেনা ছন্দময় ফুটবল হারিয়ে গেছে দলটির খেলা থেকে। এক লিওনেল মেসির ওপর নির্ভর করেই দুই মৌসুম কাটিয়ে দিয়েছেন কোচ আরনেস্তো ভালভার্দে। এ মৌসুমেও সে পরিকল্পনার ছাপই দেখা যাচ্ছে মাঠে। তাই কোচ বদলানোর জন্য প্রতিদিনই আবেদন করে চলেছেন সমর্থকেরা। সে আশা নাকি ডিসেম্বরেই পূরণ হবে! বার্সেলোনা যেমনই খেলুক না কেন, আরনেস্তো ভালভার্দেকে পুরো মৌসুমেই দেখার সম্ভাবনা বেশি। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মৌসুমের মাঝপথে কোচ ছাঁটাইয়ের রেকর্ড গড়লেও ১৭ বছর ধরে এমন কিছু দেখাচ্ছে না বার্সেলোনা। এবার সে রেকর্ড নাকি টিকে থাকবে না। প্রচ- চাপের মুখে ভালভার্দেকে নাকি ছাঁটাই ক্রতে যাচ্ছে বার্সেলোনা। বছর শেষ হওয়ার আগে সম্ভাব্য সেরা কোচকে পাওয়ার সম্ভাবনা নেই বলেই নাকি এখনো ছাঁটাই হচ্ছেন না ভালভার্দে। মেসিদের পরবর্তী কোচ কে হবেন? মারসেলো গ্যালার্দো। বর্তমানে রিভার প্লেটের দায়িত্বে আছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ খেলা গ্যালার্দো। আর্জেন্টাইন ক্লাবের হয়ে দুর্দান্ত কাজ করছেন এই কোচ। তাই গ্যালার্দোর প্রতি নজর পড়েছে বার্সেলোনার। প্রথমে ভাবা হয়েছিল আগামী মৌসুমে আসতে পারেন এই কোচ। কিন্তু ১৯৮৬ বিশ্বকাপ জেতা ক্লদিও বোর্ঘির দাবি, এ জানুয়ারিতেই সেটা সম্ভব, ‘ডিসেম্বরেই বার্সেলোনার কোচ হবে গ্যালার্দো। সে বিশ্বের অন্যতম সেরা কোচ। রিভার প্লেটের সভাপতি ডি’অনোফ্রিও বলেছে শুধুমাত্র নিজে থেকে বিদায় নিলেই যেতে পারবে গ্যালার্দো। কিন্তু আমাকে এ ব্যাপারের সঙ্গে জড়িত একজন নিশ্চিত করেছে এ খবরটা।’ রিভার প্লেটের খেলা বিষয়ক পরিচালক এনজো ফ্রান্সেসকোলিও তেমন ইঙ্গিতই দিয়েছেন, ‘আমাদের যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত হতে হবে। কয়েক বছর আগে র‌্যামন ডিয়াজও বলেছিলে, সে চলে যেতে চায়। আমি অবশ্য এ নিয়ে বেশি ভাবছি না। যখন আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলি তখনই আমাকে মনে করিয়ে দিচ্ছেন। কয়েক মাস পরে কী হবে তা নিয়ে আমি ভাবতে চাই না, বিশেষ করে সিদ্ধান্ত যখন আমাকে নিতে হবে না।’