ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ডিঙ্গেদহে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামে নবগঙ্গা নদী থেকে নিয়ম না মেনে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী। গতকাল সোমবার বেলা ৩টায় ডিঙ্গেদহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামের বরকতের ছেলে পুটেল, বকতারের ছেলে গাজী, সুবহানের ছেলে ইলা, পুটেলের ছেলে সোহাগ ও একই এলাকার শাহাবুদ্দিন নফরকান্দি গ্রাম দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী থেকে নিয়ম না মেনে অবৈধভাবে বালি উত্তোলন করছে। যার ফলে নদীর পাশে থাকা পুকুরগুলোর লক্ষ লক্ষ টাকার মাছ নদীতে চলে যাচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা।’ এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানালো হলেও তারা ব্যবস্থা নেননি বলেও মানববন্ধনে বক্তারা বলেন। মানববন্ধন শেষে একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর প্রতিকার চাই। গ্রামের ৭০ জনের গণস্বাক্ষর করেছি। পুকুর ভাঙন ঠেকাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণও করেন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ডিঙ্গেদহে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামে নবগঙ্গা নদী থেকে নিয়ম না মেনে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ গ্রামবাসী। গতকাল সোমবার বেলা ৩টায় ডিঙ্গেদহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তারা বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামের বরকতের ছেলে পুটেল, বকতারের ছেলে গাজী, সুবহানের ছেলে ইলা, পুটেলের ছেলে সোহাগ ও একই এলাকার শাহাবুদ্দিন নফরকান্দি গ্রাম দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী থেকে নিয়ম না মেনে অবৈধভাবে বালি উত্তোলন করছে। যার ফলে নদীর পাশে থাকা পুকুরগুলোর লক্ষ লক্ষ টাকার মাছ নদীতে চলে যাচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা।’ এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানালো হলেও তারা ব্যবস্থা নেননি বলেও মানববন্ধনে বক্তারা বলেন। মানববন্ধন শেষে একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর প্রতিকার চাই। গ্রামের ৭০ জনের গণস্বাক্ষর করেছি। পুকুর ভাঙন ঠেকাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণও করেন তিনি।