ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ডাকবাংলা পুলিশ ফাঁড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • / ২২২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির প্রধান ফটক থেকে পুরো এরিয়াতে ফুল ও ফলগাছ বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়। বাউন্ডারির ভেতর পালংশাক, লালশাক, টমেটো, বেগুন, ধোনিয়াপাতা, পুইশাক, ঢেড়স, মিষ্টি কুমড়াসহ পিয়াজের চাষ করা হয়েছে। যা দিয়ে এ ফাঁড়ির খাদ্য চাহিদাও মিটছে। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান নিজ উদ্যোগে এ বাগান গড়ে তুলেছেন। এ বাগানে আরও আছে গাঁদা, ডালিয়া, পাতাবাহার, ইরানি গোলাপ, কাটমারি, চায়না রোজসহ বাহারি সব ফুল। এছাড়া লেবু, পেঁপে, পেয়ারা, বাতাবি লেবু, নারিকেল, কামরাঙ্গা জাম, ছবেদা, বরই, কাঠাল, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির ফলের চারাও রোপণ করেছেন মোখলেছুর রহমান। আর কবুতরের খামার তো রয়েছেই। ২০১৯ সালের ১৪ আগস্ট এ পুলিশ ফাঁড়িতে যোগদান করেন মোখলেছুর রহমান। এরপর থেকেই গড়ে তোলেন এই ফুল-ফলের বাগান। এ পরিবেশ দেখে বোঝা যায়, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান একজন পরিচ্ছন্ন ও সুন্দর মনের মানুষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ডাকবাংলা পুলিশ ফাঁড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়

আপলোড টাইম : ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

সাইফুল ইসলাম:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির প্রধান ফটক থেকে পুরো এরিয়াতে ফুল ও ফলগাছ বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়। বাউন্ডারির ভেতর পালংশাক, লালশাক, টমেটো, বেগুন, ধোনিয়াপাতা, পুইশাক, ঢেড়স, মিষ্টি কুমড়াসহ পিয়াজের চাষ করা হয়েছে। যা দিয়ে এ ফাঁড়ির খাদ্য চাহিদাও মিটছে। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান নিজ উদ্যোগে এ বাগান গড়ে তুলেছেন। এ বাগানে আরও আছে গাঁদা, ডালিয়া, পাতাবাহার, ইরানি গোলাপ, কাটমারি, চায়না রোজসহ বাহারি সব ফুল। এছাড়া লেবু, পেঁপে, পেয়ারা, বাতাবি লেবু, নারিকেল, কামরাঙ্গা জাম, ছবেদা, বরই, কাঠাল, আম, ডালিমসহ বিভিন্ন প্রজাতির ফলের চারাও রোপণ করেছেন মোখলেছুর রহমান। আর কবুতরের খামার তো রয়েছেই। ২০১৯ সালের ১৪ আগস্ট এ পুলিশ ফাঁড়িতে যোগদান করেন মোখলেছুর রহমান। এরপর থেকেই গড়ে তোলেন এই ফুল-ফলের বাগান। এ পরিবেশ দেখে বোঝা যায়, ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান একজন পরিচ্ছন্ন ও সুন্দর মনের মানুষ।