ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ট্রাক্টরের চাকায় প্রাণ গেল ভারতীয় নাগরিকের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • / ১৭১ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা বাসস্ট্যান্ডে ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামের ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার রাত ১০টার দিকে দুর্ঘটনায় আহত হন তিনি। নিহত তপন বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার ঘোলা থানার যুগবাড়িয়া গ্রামের মৃত অমর বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভারতের গেদে সীমান্ত হয়ে বাংলাদেশে জুতা ব্যবসার উদ্দেশ্যে দর্শনা জয়নগর প্রবেশ করেন ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গোলা থানার যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শ্রী অমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২) ও একই থানার চৌধুরী পাড়ার কুবেন দাশের ছেলে রাম চন্দ্র দাশ (৩৫)। বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা বাসস্ট্যান্ড-সংলগ্ন হিমেল আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন ওই দুজন ভারতীয় নাগরিক। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তপন বিশ্বাস রাত সাড়ে নয়টার দিকে চা-পানের উদ্দেশ্যে হোটেলের কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরে বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড় অতিক্রম করে দর্শনা-হিজলগাড়ী সড়কের দিকে গেলে হিজলগাড়ী দিক থেকে আসা (কুষ্টিয়া-ই-৩) নম্বর আখভর্তি ট্রাক্টরের টলির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ সময় ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে তপন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তাঁকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে দর্শনা কেরু চিনিকলের একটি আখভর্তি ট্রাক্টর আখ নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় (পাসপোর্ট নম্বর জেড-৫২৪২৯০৬ যাত্রী) ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গোলা থানার যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শ্রী অমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২) আবাসিক হোটেল থেকে নেমে রাস্তা পার হতে গেলে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে যান। এ সময় ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে তপন বিশ্বাস গুরুতর আহত হন। রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।
এদিকে, নিহত তপনের সঙ্গে থাকা অপর ব্যক্তি একই এলাকার রাম চন্দ্র দাশ জানান, নিহত তপনের লাশ নিজ দেশ ভারতে নেওয়ার জন্য সব প্রকার কাগজপত্র তৈরি করে ভারতীয় হাইকমিশনের কাছে প্রেরণ করা হয়েছে। অনুমতি পেলে লাশ দেশে নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ট্রাক্টরের চাকায় প্রাণ গেল ভারতীয় নাগরিকের

আপলোড টাইম : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

দর্শনা অফিস:
দর্শনা বাসস্ট্যান্ডে ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামের ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার রাত ১০টার দিকে দুর্ঘটনায় আহত হন তিনি। নিহত তপন বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার ঘোলা থানার যুগবাড়িয়া গ্রামের মৃত অমর বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভারতের গেদে সীমান্ত হয়ে বাংলাদেশে জুতা ব্যবসার উদ্দেশ্যে দর্শনা জয়নগর প্রবেশ করেন ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গোলা থানার যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শ্রী অমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২) ও একই থানার চৌধুরী পাড়ার কুবেন দাশের ছেলে রাম চন্দ্র দাশ (৩৫)। বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা বাসস্ট্যান্ড-সংলগ্ন হিমেল আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন ওই দুজন ভারতীয় নাগরিক। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তপন বিশ্বাস রাত সাড়ে নয়টার দিকে চা-পানের উদ্দেশ্যে হোটেলের কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরে বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড় অতিক্রম করে দর্শনা-হিজলগাড়ী সড়কের দিকে গেলে হিজলগাড়ী দিক থেকে আসা (কুষ্টিয়া-ই-৩) নম্বর আখভর্তি ট্রাক্টরের টলির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ সময় ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে তপন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তাঁকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান জানান, শুক্রবার রাতে দর্শনা কেরু চিনিকলের একটি আখভর্তি ট্রাক্টর আখ নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় (পাসপোর্ট নম্বর জেড-৫২৪২৯০৬ যাত্রী) ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গোলা থানার যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শ্রী অমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২) আবাসিক হোটেল থেকে নেমে রাস্তা পার হতে গেলে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে যান। এ সময় ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে তপন বিশ্বাস গুরুতর আহত হন। রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।
এদিকে, নিহত তপনের সঙ্গে থাকা অপর ব্যক্তি একই এলাকার রাম চন্দ্র দাশ জানান, নিহত তপনের লাশ নিজ দেশ ভারতে নেওয়ার জন্য সব প্রকার কাগজপত্র তৈরি করে ভারতীয় হাইকমিশনের কাছে প্রেরণ করা হয়েছে। অনুমতি পেলে লাশ দেশে নেওয়া হবে।