ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

টাকা আদায় বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • / ১২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেনের সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্যান, পাখিভ্যান, রিকশা, নসিমন ও করিমন চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। উপজেলার বিভিন্ন গ্রামের এসব যান চালকেরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে এর প্রতিকার চাইলে গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় অবিলম্বে টাকা আদায় বন্ধ করা না হলে সব চালকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, আলমডাঙ্গা উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক দরিদ্র মানুষ ভ্যান, রিকশা, নসিমন ও করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁরা পৌরসভায় প্রবেশ করলেই ১০ টাকা করে আদায় করা হচ্ছে। সম্পূর্ণ অবৈধভাবে পৌরসভা এসব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। তিনি বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন। এভাবে টাকা আদায়ের কোনো নিয়ম নেই। পৌরসভা কোন আইনে টাকা আদায় করছে, তা তিনি জানতে চান। তিনি বলেন, ১৫টি ইউনিয়নের মানুষ কি আলমডাঙ্গা উপজেলার বাইরের। যদি বাইরের না হয়, তাহলে পৌরসভায় ঢুকতে কেন ট্যাক্স দিতে হবে। তিনি উপজেলার দরিদ্র এসব মানুষের অভিভাবক উল্লেখ করে বলেন, অবিলম্বে এ টাকা আদায় বন্ধ না করলে তিনি উপজেলার এসব দরিদ্র মানুষকে নিয়ে আন্দোলন করতে বাধ্য হবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

টাকা আদায় বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন

আপলোড টাইম : ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০

আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেনের সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর এলাকায় ভ্যান, পাখিভ্যান, রিকশা, নসিমন ও করিমন চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। উপজেলার বিভিন্ন গ্রামের এসব যান চালকেরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে এর প্রতিকার চাইলে গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় অবিলম্বে টাকা আদায় বন্ধ করা না হলে সব চালকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, আলমডাঙ্গা উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক দরিদ্র মানুষ ভ্যান, রিকশা, নসিমন ও করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁরা পৌরসভায় প্রবেশ করলেই ১০ টাকা করে আদায় করা হচ্ছে। সম্পূর্ণ অবৈধভাবে পৌরসভা এসব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। তিনি বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন। এভাবে টাকা আদায়ের কোনো নিয়ম নেই। পৌরসভা কোন আইনে টাকা আদায় করছে, তা তিনি জানতে চান। তিনি বলেন, ১৫টি ইউনিয়নের মানুষ কি আলমডাঙ্গা উপজেলার বাইরের। যদি বাইরের না হয়, তাহলে পৌরসভায় ঢুকতে কেন ট্যাক্স দিতে হবে। তিনি উপজেলার দরিদ্র এসব মানুষের অভিভাবক উল্লেখ করে বলেন, অবিলম্বে এ টাকা আদায় বন্ধ না করলে তিনি উপজেলার এসব দরিদ্র মানুষকে নিয়ে আন্দোলন করতে বাধ্য হবেন।