ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝড় ও শিলাবৃষ্টিতে বারাদী বিএডিসি ফার্মে ব্যাপক ক্ষতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / ৩৯২ বার পড়া হয়েছে

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে বারাদী বিএডিসি ফার্মের ধান ও গাছপালার ব্যাপক পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে বারাদি বিএডিসি ফার্মের ১২৫ একর ধান ছিলো। তার মধ্যে ২০% থেকে ৫০% ধান ঝরে গিয়েছে। বিভিন্ন জাতের ধান ক্ষতি হয়েছে তার মধ্যে হাইব্রিড ধান ১৫ একর, ২০৭ ধান ৫২ একর, ২৮ ধান ৪০ একর, ২৯ ধান ২০ একর, মেরেডা-৩ একর ও ঝঐখ৮ ধান ৭৩ একর। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ ধান। বারাদী বিএিিস ফার্মের ডিডি হাফিজ বলেন, এলাকায় যেভাবে ক্ষয় ক্ষতি হয়েছে তাতে করে স্মরণকালে শ্রেষ্ঠ ঝড় বলা যেতে পারে। তিনি আরো বলেন, ঝড়ে ধানের পাশাপাশি এই ফার্মের ফলজ ও বনজ গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ফার্মের থেকে উৎপাদনকৃত ধানের বীজ সারা দেশের অধিকাংশ চাহিদা মেটায়। বারাদী ফার্ম পরির্দশন করেন মেহেরপুর জেলা প্রশাসন পরিমল সিংহ, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বিশ্বাস প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝড় ও শিলাবৃষ্টিতে বারাদী বিএডিসি ফার্মে ব্যাপক ক্ষতি

আপলোড টাইম : ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে বারাদী বিএডিসি ফার্মের ধান ও গাছপালার ব্যাপক পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে বারাদি বিএডিসি ফার্মের ১২৫ একর ধান ছিলো। তার মধ্যে ২০% থেকে ৫০% ধান ঝরে গিয়েছে। বিভিন্ন জাতের ধান ক্ষতি হয়েছে তার মধ্যে হাইব্রিড ধান ১৫ একর, ২০৭ ধান ৫২ একর, ২৮ ধান ৪০ একর, ২৯ ধান ২০ একর, মেরেডা-৩ একর ও ঝঐখ৮ ধান ৭৩ একর। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ ধান। বারাদী বিএিিস ফার্মের ডিডি হাফিজ বলেন, এলাকায় যেভাবে ক্ষয় ক্ষতি হয়েছে তাতে করে স্মরণকালে শ্রেষ্ঠ ঝড় বলা যেতে পারে। তিনি আরো বলেন, ঝড়ে ধানের পাশাপাশি এই ফার্মের ফলজ ও বনজ গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ফার্মের থেকে উৎপাদনকৃত ধানের বীজ সারা দেশের অধিকাংশ চাহিদা মেটায়। বারাদী ফার্ম পরির্দশন করেন মেহেরপুর জেলা প্রশাসন পরিমল সিংহ, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বিশ্বাস প্রমুখ।