ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে মাদকব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩০৬ বার পড়া হয়েছে

একাধিক মামলার আসামী সেলিম নিহত : গুলি-মাদকদ্রব্য উদ্ধার
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে সেলিম হোসেন (৪২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাতিয়ার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মাদক চোরাকারবারী ও অপহরণসহ একাধিক মামলার আসামী বলে জানা যায়। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার উদ্ধার করে। নিহত সেলিম উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শনিবার রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাতিয়ার মাঠে (মঈদুল মিয়ার ভাটার নিকট) দু’দল মাদকব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধ ও গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা মৃতদেহটি মাদকব্যবসায়ী সেলিমের বলে সনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৩শ’ পিচ ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল সেট ও একটি কালো রঙ্গের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-২৬৪৭) গাড়ী উদ্ধার করে।
ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগ করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে। নিহত সেলিমের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় ৪টি মাদক ও ১টি অপহরণসহ চুয়াডাঙ্গা ও ফরিদপুরে একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তরে জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহ কোটচাঁদপুরে গভীর রাতে মাদকব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

আপলোড টাইম : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

একাধিক মামলার আসামী সেলিম নিহত : গুলি-মাদকদ্রব্য উদ্ধার
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে সেলিম হোসেন (৪২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাতিয়ার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মাদক চোরাকারবারী ও অপহরণসহ একাধিক মামলার আসামী বলে জানা যায়। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার উদ্ধার করে। নিহত সেলিম উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শনিবার রাত ২টার দিকে উপজেলার বলুহর ডাকাতিয়ার মাঠে (মঈদুল মিয়ার ভাটার নিকট) দু’দল মাদকব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধ ও গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা মৃতদেহটি মাদকব্যবসায়ী সেলিমের বলে সনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৩শ’ পিচ ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল সেট ও একটি কালো রঙ্গের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-২৬৪৭) গাড়ী উদ্ধার করে।
ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগ করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে। নিহত সেলিমের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় ৪টি মাদক ও ১টি অপহরণসহ চুয়াডাঙ্গা ও ফরিদপুরে একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তরে জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।