ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে সাংবাদিক কন্যা ও ইবি ছাত্রী সুহার দাফন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / ১২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এবং বাসস-এর জেলা প্রতিনিধি অ্যাড. শেখ সেলিমের বড় মেয়ে নাম ফাবিহা সুহার (২৩) অকাল মৃত্যু হয়েছে। মায়ের ওপর অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহা নিজকক্ষে আত্মহত্যা করেন। গত শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহের সাংবাদিক সমাজ, ইবির শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু সাংবাদিক শেখ সেলিমের বাড়িতে ছুটে যান। এ সময় বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, মায়ের ওপর অভিমান করে সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার জোহরের নামাজের পর ঝিনাইদহ উজির আলী স্কুলমাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, গত শুক্রবার সুহার সঙ্গে তাঁর মায়ের তর্কবিতর্ক হয়। এ সময় তাঁর মা ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক মিনা সেলিম মেয়েকে শাসনের জন্য বকাঝকা করেন। এতেই অভিমান করে বসেন সুহা। শনিবার বিকেলে পোড়াহাটি ইউনিয়নে সাংবাদিক দম্পত্তি একটি পিঠা উৎসবে যোগ দিতে যান। এই সুযোগে সুহা নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা পাঠানো হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে সাংবাদিক কন্যা ও ইবি ছাত্রী সুহার দাফন সম্পন্ন

আপলোড টাইম : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এবং বাসস-এর জেলা প্রতিনিধি অ্যাড. শেখ সেলিমের বড় মেয়ে নাম ফাবিহা সুহার (২৩) অকাল মৃত্যু হয়েছে। মায়ের ওপর অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহা নিজকক্ষে আত্মহত্যা করেন। গত শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহের সাংবাদিক সমাজ, ইবির শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু সাংবাদিক শেখ সেলিমের বাড়িতে ছুটে যান। এ সময় বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, মায়ের ওপর অভিমান করে সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন সুহা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার জোহরের নামাজের পর ঝিনাইদহ উজির আলী স্কুলমাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, গত শুক্রবার সুহার সঙ্গে তাঁর মায়ের তর্কবিতর্ক হয়। এ সময় তাঁর মা ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক মিনা সেলিম মেয়েকে শাসনের জন্য বকাঝকা করেন। এতেই অভিমান করে বসেন সুহা। শনিবার বিকেলে পোড়াহাটি ইউনিয়নে সাংবাদিক দম্পত্তি একটি পিঠা উৎসবে যোগ দিতে যান। এই সুযোগে সুহা নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা পাঠানো হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।