ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে যুবকের অ-কোষ কর্তন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • / ২২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
গত বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন বাদল কুমার বিশ্বাস (৩৬)। উঠোন পার হয়ে কলপাড়ে (টিউবওয়েল) আসা মাত্রই কে বা কারা তাঁর চোখ বেঁধে ফেলে। এরপর তাঁকে একটি কলাখেতে নিয়ে গিয়ে নির্দয়ভাবে দুইটি অ-কোষ কেটে দেয় দুর্র্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে এভাবেই নিজের অ-কোষ কাটার তথ্য জানান বাদল কুমার। বাদল ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কু-ুপাড়ার নির্মল কু-ু বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানান, বাদল একসময় গোয়ালপাড়া বাজারে মিষ্টির দোকানে কাজ করতেন। দুই মাস আগে তাঁর স্ত্রীর মৃত্যু হলে বাদল মানসিক রোগীতে পরিণত হন। পিতা নির্মল কু-ু বিশ্বাস জানান, ‘বুধবার দিবাগত রাত তিনটার দিকে উঠে দেখি, ঘরের দরজা খোলা। এরপর বাদলকে খুঁজতে থাকি। রাতে তাঁকে কোথাও খুঁজে পাইনি। সকালে বাড়ির পাশের একটি কলাবাগানে রক্তাক্ত অবস্থায় বাদলকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি।’ কারা এবং কেনো বাদলের অ-কোষ কেটে নিয়েছে, তা নির্মল কু-ু বিশ্বাস জানাতে পারেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে যুবকের অ-কোষ কর্তন

আপলোড টাইম : ০৯:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯

ঝিনাইদহ অফিস:
গত বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন বাদল কুমার বিশ্বাস (৩৬)। উঠোন পার হয়ে কলপাড়ে (টিউবওয়েল) আসা মাত্রই কে বা কারা তাঁর চোখ বেঁধে ফেলে। এরপর তাঁকে একটি কলাখেতে নিয়ে গিয়ে নির্দয়ভাবে দুইটি অ-কোষ কেটে দেয় দুর্র্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে এভাবেই নিজের অ-কোষ কাটার তথ্য জানান বাদল কুমার। বাদল ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কু-ুপাড়ার নির্মল কু-ু বিশ্বাসের ছেলে। গ্রামবাসী জানান, বাদল একসময় গোয়ালপাড়া বাজারে মিষ্টির দোকানে কাজ করতেন। দুই মাস আগে তাঁর স্ত্রীর মৃত্যু হলে বাদল মানসিক রোগীতে পরিণত হন। পিতা নির্মল কু-ু বিশ্বাস জানান, ‘বুধবার দিবাগত রাত তিনটার দিকে উঠে দেখি, ঘরের দরজা খোলা। এরপর বাদলকে খুঁজতে থাকি। রাতে তাঁকে কোথাও খুঁজে পাইনি। সকালে বাড়ির পাশের একটি কলাবাগানে রক্তাক্ত অবস্থায় বাদলকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি।’ কারা এবং কেনো বাদলের অ-কোষ কেটে নিয়েছে, তা নির্মল কু-ু বিশ্বাস জানাতে পারেননি।