ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / ১৬১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইনস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষ দিনে ঝিনাইদহের ৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম। কর্মশালায় ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলার ৬টি থানা ও ৬৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে ৪৩টি বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল ৪২টি বিটের কার্যক্রম চালু করা হয়। প্রতি বিটে ১ জন এসআই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

ঝিনাইদহ অফিস:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে ঝিনাইদহে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইনস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষ দিনে ঝিনাইদহের ৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম। কর্মশালায় ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলার ৬টি থানা ও ৬৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে ৪৩টি বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল ৪২টি বিটের কার্যক্রম চালু করা হয়। প্রতি বিটে ১ জন এসআই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।