ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় পিতা-কন্যা নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • / ২২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় পিতা সেলিম রেজা (৩৮) ও কন্যা সুমাইয়া আক্তার (১১) নিহত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের নওশের আলী মোল্লার ছেলে সেলিম রেজা গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে মাগুরায় কর্মরত ছিলেন। আর মেয়ে সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্ত্রী মিতা খাতুন (৩০) ও ছোট ছেলে সোহাগ (৩)। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা বুধবার সকালে মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম রেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে গোয়লন্দ একটি ক্লিনিকে দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন। এদিকে, দুর্ঘটনায় পিতা ও কন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রতনহাট গ্রামে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় পিতা-কন্যা নিহত

আপলোড টাইম : ১১:২২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাকের ধাক্কায় পিতা সেলিম রেজা (৩৮) ও কন্যা সুমাইয়া আক্তার (১১) নিহত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামের নওশের আলী মোল্লার ছেলে সেলিম রেজা গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার হিসেবে মাগুরায় কর্মরত ছিলেন। আর মেয়ে সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন স্ত্রী মিতা খাতুন (৩০) ও ছোট ছেলে সোহাগ (৩)। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা বুধবার সকালে মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম রেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে গোয়লন্দ একটি ক্লিনিকে দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন। এদিকে, দুর্ঘটনায় পিতা ও কন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রতনহাট গ্রামে।