ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / ১১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শহরের মুন্সি মার্কেটে নবীন ক্লথ স্টোরের মালিক সাজ্জাদুল ইসলাম (৪৭)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জন। মৃত সাজ্জাদুল ইসলাম শহরের আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ অস্থায়ী (শিশু হাসপাতাল) করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাজ্জাদুল ইসলাম সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে, ঝিনাইদহে নতুন করে চার ব্যাংক কর্মকর্তা, সমাজসেবার একজন ডেপুটি ডাইরেক্টর ও বারোবাজার হাইওয়ের ৫ পুলিশসহ আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৬৬৪ জনে।
ঝিনাইদহ করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৬৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৬১ জনের ফলাফল পাওয়া গেছে। তাঁর মধ্যে নেগেটিভ এসেছে ২ হাজার ৫৯৭ জনের। আক্রান্ত হয়েছেন ৬৬৪ জন। এ পর্যন্ত করোনা রোগী সুস্থ হয়েছেন ২৪৩ জন। ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ আরও জানান, করোনায় ঝিনাইদহ সদর উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ৫ জন, শৈলকুপায় ৩ জন ও কোটচাঁদপুরে একজন মারা গেছেন।
এদিকে, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, মৃত সাজ্জাদুল ইসলামের মৃতদেহ সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ লাশ দাফন কমিটির মাধ্যমে আরাপপুর চানপাড়া গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনার প্রদুর্ভাব আসার পর এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ২৮ জনের লাশ দাফন করল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

আপলোড টাইম : ১০:৪১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শহরের মুন্সি মার্কেটে নবীন ক্লথ স্টোরের মালিক সাজ্জাদুল ইসলাম (৪৭)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জন। মৃত সাজ্জাদুল ইসলাম শহরের আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ অস্থায়ী (শিশু হাসপাতাল) করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাজ্জাদুল ইসলাম সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে, ঝিনাইদহে নতুন করে চার ব্যাংক কর্মকর্তা, সমাজসেবার একজন ডেপুটি ডাইরেক্টর ও বারোবাজার হাইওয়ের ৫ পুলিশসহ আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৬৬৪ জনে।
ঝিনাইদহ করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৬৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৬১ জনের ফলাফল পাওয়া গেছে। তাঁর মধ্যে নেগেটিভ এসেছে ২ হাজার ৫৯৭ জনের। আক্রান্ত হয়েছেন ৬৬৪ জন। এ পর্যন্ত করোনা রোগী সুস্থ হয়েছেন ২৪৩ জন। ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ আরও জানান, করোনায় ঝিনাইদহ সদর উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ৫ জন, শৈলকুপায় ৩ জন ও কোটচাঁদপুরে একজন মারা গেছেন।
এদিকে, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, মৃত সাজ্জাদুল ইসলামের মৃতদেহ সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ লাশ দাফন কমিটির মাধ্যমে আরাপপুর চানপাড়া গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনার প্রদুর্ভাব আসার পর এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ২৮ জনের লাশ দাফন করল।