ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৮০৯ জন, মৃত্যু ২০

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ১৩৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের বিভিন্ন পাড়া-মহল্লায় করোনা ছড়িয়ে পড়েছে। বাড়িতে বাড়িতে লকডাউনের নোটিশ ঝুলছে। সরকারি আইন-কানুন ও বিধি-নিষেধ কেউ মানছে না। মুখে মুখে মাস্ক শোভা পেলেও নেই সামাজিক দূরত্ব। ঠাসাঠাসি আর গাঁদাগাঁদি করে মানুষ চলাফেরা করছে। আক্রান্তের দিক দিয়ে ঝিনাইদহ সদর উপজেলা এখন জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। এদিকে, নতুন করে জেলায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৯ জন। এছাড়া জেলায় বেসরকারি হিসাব মতে মৃত্যুবরণ করেছেন ২০ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৯টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৮০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৮১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ৮০৯ জন, মৃত্যু ২০

আপলোড টাইম : ১০:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের বিভিন্ন পাড়া-মহল্লায় করোনা ছড়িয়ে পড়েছে। বাড়িতে বাড়িতে লকডাউনের নোটিশ ঝুলছে। সরকারি আইন-কানুন ও বিধি-নিষেধ কেউ মানছে না। মুখে মুখে মাস্ক শোভা পেলেও নেই সামাজিক দূরত্ব। ঠাসাঠাসি আর গাঁদাগাঁদি করে মানুষ চলাফেরা করছে। আক্রান্তের দিক দিয়ে ঝিনাইদহ সদর উপজেলা এখন জেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। এদিকে, নতুন করে জেলায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৯ জন। এছাড়া জেলায় বেসরকারি হিসাব মতে মৃত্যুবরণ করেছেন ২০ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৯টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিণাকুণ্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৮০৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৮১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন।