ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহের বানিয়াকান্দর থেকে সাইকেল চোর আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / ৩০০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে মিরাজ (২০) নামের এক বাইসাইকেল চোর আটক হয়েছেন। সাইকেল চুরি করে পালানোর সময় পাগলাকানাই ইউনিয়নের মেম্বার সুজন তাঁকে আটক করেন। গতকাল মঙ্গলবার তাঁতে আটক করা হয়। মিরাজ সদর উপজেলার পদ্মাকর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে। তাঁর সঙ্গে হাটগোপালপুর এলাকার পাইকপাড়া গ্রামের জামাল বক্সের ছেলে নুর ইসলাম ও চৌগাছার মিজান নামে আরও দুইজন ছিল বলে ধৃত মিরাজ জানান।
সুজন মেম্বার জানান, ‘গতকাল মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে কথা বলার জন্য সোনালী ব্যাংকের সাবেক গার্ড আসেন। এ সময় তিনি তাঁর বাইসাইকেলটি ঘরের সঙ্গে হেলান দিয়ে রেখে আমার ঘরের মধ্যে বসেন। এ সময় আমার মেয়ে চিৎকার করে বলেন, আব্বু সাইকেল চুরি করে নিয়ে গেল। সুজন সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে দাবড়িয়ে সাইকেল চোর মিরাজকে ধরেন। ধরা পড়ার পর মিরাজ জানায়, সে আগে মোটর গাড়ির হেলপার ছিল। তার সঙ্গে মিজান ও নুর ইসলাম নামে আরও দুইজন আছে। মঙ্গলবার সকালে তারা তাকে মোটরসাইকেলে বানিয়াকান্দর গ্রামে রেখে যায়। মিরাজের ভাষ্যমতে, তারা গ্রামে গ্রামে সেচের মোটর, আলমসাধু ও বাইসাইকেল চুরি করে বেড়ায়।’ আটক মিরাজকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে সুজন মেম্বার জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ঝিনাইদহের বানিয়াকান্দর থেকে সাইকেল চোর আটক

আপলোড টাইম : ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে মিরাজ (২০) নামের এক বাইসাইকেল চোর আটক হয়েছেন। সাইকেল চুরি করে পালানোর সময় পাগলাকানাই ইউনিয়নের মেম্বার সুজন তাঁকে আটক করেন। গতকাল মঙ্গলবার তাঁতে আটক করা হয়। মিরাজ সদর উপজেলার পদ্মাকর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে। তাঁর সঙ্গে হাটগোপালপুর এলাকার পাইকপাড়া গ্রামের জামাল বক্সের ছেলে নুর ইসলাম ও চৌগাছার মিজান নামে আরও দুইজন ছিল বলে ধৃত মিরাজ জানান।
সুজন মেম্বার জানান, ‘গতকাল মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে কথা বলার জন্য সোনালী ব্যাংকের সাবেক গার্ড আসেন। এ সময় তিনি তাঁর বাইসাইকেলটি ঘরের সঙ্গে হেলান দিয়ে রেখে আমার ঘরের মধ্যে বসেন। এ সময় আমার মেয়ে চিৎকার করে বলেন, আব্বু সাইকেল চুরি করে নিয়ে গেল। সুজন সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে দাবড়িয়ে সাইকেল চোর মিরাজকে ধরেন। ধরা পড়ার পর মিরাজ জানায়, সে আগে মোটর গাড়ির হেলপার ছিল। তার সঙ্গে মিজান ও নুর ইসলাম নামে আরও দুইজন আছে। মঙ্গলবার সকালে তারা তাকে মোটরসাইকেলে বানিয়াকান্দর গ্রামে রেখে যায়। মিরাজের ভাষ্যমতে, তারা গ্রামে গ্রামে সেচের মোটর, আলমসাধু ও বাইসাইকেল চুরি করে বেড়ায়।’ আটক মিরাজকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে সুজন মেম্বার জানান।