ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জয়ার ‘ছেলেধরা’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / ১৬২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন
করোনা ভাইরাসের এই সময়েও থেমে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এরইমধ্যে জানা গেলো তার নতুন ছবির কথা। কলকাতার নতুন আরো একটি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘সোয়েটার’, ‘হৃদপি-‘-এর সাফল্যের পর কলকাতার পরিচালক শিলাদিত্য মৌলিক আনছেন তার তৃতীয় ছবি। শিলাদিত্য মৌলিকের তৃতীয় ছবির নাম ‘ছেলেধরা’। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়াকে। এ ছবিতে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধরা’। পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলি এই ছবিতে দেখানো হবে। এই ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করবেন, অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জয়ার ‘ছেলেধরা’

আপলোড টাইম : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

বিনোদন প্রতিবেদন
করোনা ভাইরাসের এই সময়েও থেমে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এরইমধ্যে জানা গেলো তার নতুন ছবির কথা। কলকাতার নতুন আরো একটি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘সোয়েটার’, ‘হৃদপি-‘-এর সাফল্যের পর কলকাতার পরিচালক শিলাদিত্য মৌলিক আনছেন তার তৃতীয় ছবি। শিলাদিত্য মৌলিকের তৃতীয় ছবির নাম ‘ছেলেধরা’। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়াকে। এ ছবিতে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধরা’। পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলি এই ছবিতে দেখানো হবে। এই ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করবেন, অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদার।