ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জয়রামপুরে ট্রেনের ধাক্কায় টিউবওয়েল মিস্ত্রি নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / ১৬১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুরে ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৫০) নামের টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জয়রামপুর মাঠপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানেফ জোয়ার্দ্দার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ইদবার হোসেনের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে টিউবওয়েল মিস্ত্রি হানেফ জোয়ার্দ্দার সাইকেলযোগে জয়রামপুর গ্রামের মাঠপাড়া কেটোপুল নামক রেললাইনের খুব কাছ ঘেষে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী (৭১৫ আপ) কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে পড়ে যেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যবরণ করেন।
নিহতের ছেলে ছাইদার আলী বলেন, ‘আজ আমার বাবার কাজ না থাকায় সকালে মাছ ধরার কথা বলে বাড়িতে থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শুনি তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। সেখানে যেয়ে দেখি, আমার বাবা আর নেই।’ পরিবারের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, একজনের মৃত্যু হয়েছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ট্রেনে ধাক্কায় রেলওয়ের জায়গায় মৃত্যু হয়েছে। এ জন্য মৃত ব্যক্তির লাশ জিআরপি পুলিশ নিয়ে যায়।
চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের এসআই আসাদুসজ্জামান জানান, ‘ট্রেনের ধাক্কায় হানেফ মিস্ত্রির মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি। মৃত ব্যত্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ডিসি স্যারের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে পুড়াদাহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জয়রামপুরে ট্রেনের ধাক্কায় টিউবওয়েল মিস্ত্রি নিহত

আপলোড টাইম : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুরে ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৫০) নামের টিউবওয়েল মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জয়রামপুর মাঠপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানেফ জোয়ার্দ্দার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ইদবার হোসেনের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে টিউবওয়েল মিস্ত্রি হানেফ জোয়ার্দ্দার সাইকেলযোগে জয়রামপুর গ্রামের মাঠপাড়া কেটোপুল নামক রেললাইনের খুব কাছ ঘেষে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী (৭১৫ আপ) কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে পড়ে যেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যবরণ করেন।
নিহতের ছেলে ছাইদার আলী বলেন, ‘আজ আমার বাবার কাজ না থাকায় সকালে মাছ ধরার কথা বলে বাড়িতে থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শুনি তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। সেখানে যেয়ে দেখি, আমার বাবা আর নেই।’ পরিবারের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, একজনের মৃত্যু হয়েছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ট্রেনে ধাক্কায় রেলওয়ের জায়গায় মৃত্যু হয়েছে। এ জন্য মৃত ব্যক্তির লাশ জিআরপি পুলিশ নিয়ে যায়।
চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের এসআই আসাদুসজ্জামান জানান, ‘ট্রেনের ধাক্কায় হানেফ মিস্ত্রির মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি। মৃত ব্যত্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ডিসি স্যারের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে পুড়াদাহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’