ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জেলা পুলিশের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ না করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৬০১ বার পড়া হয়েছে

DSCN6230

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার তালিকাভুক্ত ২০৮শীর্ষ মাদক ব্যবসায়ীকে আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। গতকাল সোমবার দুুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানানো হয়। পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই। ৩ তিনের মধ্যে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ না করলে কঠোর সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। এ জন্য জেলার চারটি উপজেলায় পুলিশের চৌকস কর্মকর্তাদের নিয়ে একটি আলাদা ইউনিট করা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে জেলা পুলিশের পক্ষে দাবি করা হয়, অতীতের যেকোনো সময়ের চেয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সন্তোষজনক। জেলার সাধারণ মানুষও এখন অনেক সচেতন। তারা পুলিশকে নির্দ্বিধায় সহযোগিতা করছে। চুয়াডাঙ্গায় এখন অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধী দ্রুত শনাক্তে শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ চলছে। চুয়াডাঙ্গাকে একটি আধুনিক, সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর। প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিম উল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক, দামুড়হুদা থানার আবু জিহাদ মোহাম্মদ ফকরুল খান, জীবননগর থানার এনামুল হক ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জেলা পুলিশের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ না করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে

আপলোড টাইম : ০৫:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭

DSCN6230

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার তালিকাভুক্ত ২০৮শীর্ষ মাদক ব্যবসায়ীকে আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন। গতকাল সোমবার দুুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানানো হয়। পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই। ৩ তিনের মধ্যে মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ না করলে কঠোর সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। এ জন্য জেলার চারটি উপজেলায় পুলিশের চৌকস কর্মকর্তাদের নিয়ে একটি আলাদা ইউনিট করা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে জেলা পুলিশের পক্ষে দাবি করা হয়, অতীতের যেকোনো সময়ের চেয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সন্তোষজনক। জেলার সাধারণ মানুষও এখন অনেক সচেতন। তারা পুলিশকে নির্দ্বিধায় সহযোগিতা করছে। চুয়াডাঙ্গায় এখন অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধী দ্রুত শনাক্তে শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ চলছে। চুয়াডাঙ্গাকে একটি আধুনিক, সুন্দর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর। প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিম উল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক, দামুড়হুদা থানার আবু জিহাদ মোহাম্মদ ফকরুল খান, জীবননগর থানার এনামুল হক ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।