ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সূদুর প্রসারী আলোচনা : মাথাভাঙ্গা নদী খননে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ : জীবননগর মাজদিয়ায় বসবে সীমান্ত হাট : স্থলবন্দর বাস্তবায়নে এখনই সিদ্ধান্ত নয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
  • / ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় স্থানীয় দৈনিক সময়ের সমীকরণে “অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার একমাত্র ঐতিহ্যবাহী নদী মাথাভাঙ্গা, দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীগুলোর অস্তিত্ব রক্ষায় নদীটি পূনর্খননের দাবী ” শীর্ষক প্রকাশিত সংবাদটি উল্লেখ করে মাথাভাঙ্গা নদী খননের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এছাড়াও জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন, শীঘ্রই জীবননগর-মাজদিয়ায় সীমান্তে হাট বসতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে মাজদিয়া সীমান্তে স্থল বন্দর এখনি হচ্ছে না। এদিকে, স্থানীয় বিদ্যুৎ বিভাগীয় আলোচনার সময় উঠে আসে সময়রে সমীকরণে প্রকাশিত সেই “বিপজ্জনক বটে” অবৈধ অপব্যবস্থাপনায় স্থাপিত মিটার ও বিদ্যুৎ সংযোগের সংযোগের কথা। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে বাঁশের খুটি দিয়ে অবৈধ বিদ্যুৎ সরবরাহের কথা আলোচিত হয়। এ সময় আলোচকেরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি(ওজোপাডিকো)’র ব্যবস্থাপনায় নিন্দা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা দাবি জানান। জেলা প্রশাসক তার বক্তব্যে আগামী মাসে প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা সফর ও সফরকালীন সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন জানিয়ে সকলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেব প্রসাদ পালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, ডিডি-এলজি আনজুমান আরা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সিভিল সার্জন রওশন আরা, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামসহ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সূদুর প্রসারী আলোচনা : মাথাভাঙ্গা নদী খননে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ : জীবননগর মাজদিয়ায় বসবে সীমান্ত হাট : স্থলবন্দর বাস্তবায়নে এখনই সিদ্ধান্ত নয়

আপলোড টাইম : ০৫:৩৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় স্থানীয় দৈনিক সময়ের সমীকরণে “অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার একমাত্র ঐতিহ্যবাহী নদী মাথাভাঙ্গা, দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীগুলোর অস্তিত্ব রক্ষায় নদীটি পূনর্খননের দাবী ” শীর্ষক প্রকাশিত সংবাদটি উল্লেখ করে মাথাভাঙ্গা নদী খননের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এছাড়াও জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন, শীঘ্রই জীবননগর-মাজদিয়ায় সীমান্তে হাট বসতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে মাজদিয়া সীমান্তে স্থল বন্দর এখনি হচ্ছে না। এদিকে, স্থানীয় বিদ্যুৎ বিভাগীয় আলোচনার সময় উঠে আসে সময়রে সমীকরণে প্রকাশিত সেই “বিপজ্জনক বটে” অবৈধ অপব্যবস্থাপনায় স্থাপিত মিটার ও বিদ্যুৎ সংযোগের সংযোগের কথা। শুধু তাই নয়, বিভিন্ন স্থানে বাঁশের খুটি দিয়ে অবৈধ বিদ্যুৎ সরবরাহের কথা আলোচিত হয়। এ সময় আলোচকেরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি(ওজোপাডিকো)’র ব্যবস্থাপনায় নিন্দা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা দাবি জানান। জেলা প্রশাসক তার বক্তব্যে আগামী মাসে প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা সফর ও সফরকালীন সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন জানিয়ে সকলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেব প্রসাদ পালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, ডিডি-এলজি আনজুমান আরা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সিভিল সার্জন রওশন আরা, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার দে, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামসহ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা।