ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জেলার প্রায় তিন লাখ শিশুকে টিকা দেওয়া হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / ১০২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার প্রায় তিন লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেলার ৩ হাজার ৬৮৯টি কেন্দ্রে শিশুদের এ টিকা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাম-রুবেলাবিষয়ক জেলা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. তাফসির আহমেদ চৌধুরী ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, এ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে জেলার ২ লাখ ২৯ হাজার ৮২১ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ৯১ হাজার ৬৩২ এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৯৮। এসব শিশুকে ৩ হাজার ৬৮৯টি কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। যার মধ্যে আউটরিচ কেন্দ্র ৩ হাজার ৬৭২টি, স্থায়ী কেন্দ্র ৮টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১টি এবং ফলোয়াপ কেন্দ্র ৮টি। আয়োজকরা জানান, এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ১১ হাজার ১৬ জন স্বেচ্ছাসেবক, ৩৩৬ জন টিকাদান কর্মী এবং ১৩৫ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জেলার প্রায় তিন লাখ শিশুকে টিকা দেওয়া হবে

আপলোড টাইম : ১০:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার প্রায় তিন লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেলার ৩ হাজার ৬৮৯টি কেন্দ্রে শিশুদের এ টিকা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাম-রুবেলাবিষয়ক জেলা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. তাফসির আহমেদ চৌধুরী ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, এ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে জেলার ২ লাখ ২৯ হাজার ৮২১ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ৯১ হাজার ৬৩২ এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ১৯৮। এসব শিশুকে ৩ হাজার ৬৮৯টি কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। যার মধ্যে আউটরিচ কেন্দ্র ৩ হাজার ৬৭২টি, স্থায়ী কেন্দ্র ৮টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১টি এবং ফলোয়াপ কেন্দ্র ৮টি। আয়োজকরা জানান, এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ১১ হাজার ১৬ জন স্বেচ্ছাসেবক, ৩৩৬ জন টিকাদান কর্মী এবং ১৩৫ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন।