ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জেলগেট থেকে আবারো আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাশকতা প্রস্তুতি’র মামলায় দীর্ঘ ১ মাস ৫দিন জেলে থাকার পর জামিনে বের হলে গতকাল জেলগেট থাকে আবারো আটক করা হয় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলামকে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে আটককৃতকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম একই উপজেলার চঁন্দ্রবাশ গ্রামে একটি নাশকতা প্রস্তুতি মামলার আসামী। এর আগে গত অক্টোবর মাসের ৭ তারিখ অপর একটি নাশকাতা প্রস্তুতির মামলায় তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে ওই মামলায় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উক্ত মামলায় গতকাল তার জামিন হলে গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রধান ফটক থেকে পূনরায় তাকে চঁন্দ্রবাশ গ্রামের ওই নাশকতা প্রস্তুতি’র মামলায় আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃত আসামীকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
দামুড়হুদা থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত অক্টোবর মাসের প্রথম থেকে চুয়াডাঙ্গা জেলার বেশ কিছু স্থানে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে প্রস্তুতিকালিন সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু ব্যক্তিকে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় বেশ কিছু তাজা বোমা। এছাড়াও ওই সময় পুলিশ বাদী হয়ে আটক আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহার নামীয় আসামীসহ বেশ কিছু অজ্ঞাত নামা আসামী করে কয়েকটি পৃথক মামলা দায়ের করে। ওই সময় দামুড়হুদা উপজেলার চঁন্দ্রবাশ গ্রামে একটি নাশকতা প্রস্তুতির ঘটনায় আজিজুল ইসলাম এজাহার নামীয় আসামী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জেলগেট থেকে আবারো আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম

আপলোড টাইম : ১১:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: নাশকতা প্রস্তুতি’র মামলায় দীর্ঘ ১ মাস ৫দিন জেলে থাকার পর জামিনে বের হলে গতকাল জেলগেট থাকে আবারো আটক করা হয় দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলামকে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে আটককৃতকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুল ইসলাম একই উপজেলার চঁন্দ্রবাশ গ্রামে একটি নাশকতা প্রস্তুতি মামলার আসামী। এর আগে গত অক্টোবর মাসের ৭ তারিখ অপর একটি নাশকাতা প্রস্তুতির মামলায় তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করলে ওই মামলায় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উক্ত মামলায় গতকাল তার জামিন হলে গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের প্রধান ফটক থেকে পূনরায় তাকে চঁন্দ্রবাশ গ্রামের ওই নাশকতা প্রস্তুতি’র মামলায় আটক করে দামুড়হুদা থানা পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃত আসামীকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
দামুড়হুদা থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত অক্টোবর মাসের প্রথম থেকে চুয়াডাঙ্গা জেলার বেশ কিছু স্থানে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে প্রস্তুতিকালিন সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু ব্যক্তিকে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় বেশ কিছু তাজা বোমা। এছাড়াও ওই সময় পুলিশ বাদী হয়ে আটক আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহার নামীয় আসামীসহ বেশ কিছু অজ্ঞাত নামা আসামী করে কয়েকটি পৃথক মামলা দায়ের করে। ওই সময় দামুড়হুদা উপজেলার চঁন্দ্রবাশ গ্রামে একটি নাশকতা প্রস্তুতির ঘটনায় আজিজুল ইসলাম এজাহার নামীয় আসামী।