ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জেরুজালেমের সেই দুই ভাইবোনকে ধরে নিয়ে গেল ইসরায়েল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ৪৭ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি বসতি উচ্ছেদের প্রতিবাদ করায় মুনা আল কুর্দ ও তার ভাই মোহাম্মদ আল কুর্দকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। গতকাল রোববার সকালে শেখ জাররাহে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়য়ে তাদের বাবা নাবিল আল কুর্দ বলেন, শেখ জারাহতে তাদের বাড়িতে হানা দেয় পুলিশ। তারা মুনা আল কুর্দকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মোহাম্মদ আল কুর্দকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। পরে আইনজীবী নাসের ওদেহ জানান, মোহাম্মদ আল কুর্দকেও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। সন্তানদের গ্রেফতারের বিষয়ে নাবিল আল কুর্দ আরও বলেন, তাদের গ্রেফতারের কারণ হলো-নিজ বাড়ি ছেড়ে চলে যেতে না চাওয়া। তারা আমাদেরকে চুপ করিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন তিনি। এর আগে শেখ জারাহতে প্রতিবাদ কর্মসূচির নিউজ সংগ্রহের সময় আল জাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে গ্রেফতার করে ইহুদি বাহিনী। অবশ্য কয়েক ঘণ্টা পরে তাকে ছেড়ে দেয়া হয়। ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মুনা আল-কুর্দ অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ বসতিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জেরুজালেমের সেই দুই ভাইবোনকে ধরে নিয়ে গেল ইসরায়েল

আপলোড টাইম : ১২:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

বিশ্ব প্রতিবেদন:
জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি বসতি উচ্ছেদের প্রতিবাদ করায় মুনা আল কুর্দ ও তার ভাই মোহাম্মদ আল কুর্দকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। গতকাল রোববার সকালে শেখ জাররাহে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়য়ে তাদের বাবা নাবিল আল কুর্দ বলেন, শেখ জারাহতে তাদের বাড়িতে হানা দেয় পুলিশ। তারা মুনা আল কুর্দকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মোহাম্মদ আল কুর্দকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। পরে আইনজীবী নাসের ওদেহ জানান, মোহাম্মদ আল কুর্দকেও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। সন্তানদের গ্রেফতারের বিষয়ে নাবিল আল কুর্দ আরও বলেন, তাদের গ্রেফতারের কারণ হলো-নিজ বাড়ি ছেড়ে চলে যেতে না চাওয়া। তারা আমাদেরকে চুপ করিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন তিনি। এর আগে শেখ জারাহতে প্রতিবাদ কর্মসূচির নিউজ সংগ্রহের সময় আল জাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে গ্রেফতার করে ইহুদি বাহিনী। অবশ্য কয়েক ঘণ্টা পরে তাকে ছেড়ে দেয়া হয়। ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মুনা আল-কুর্দ অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ বসতিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।