ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর সীমান্ত এলাকায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন ইউপি চেয়ারম্যান ময়েন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / ৫৪ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর সীমান্ত এলাকায় নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ রাস্তা সংস্কার করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের ঈদগাহ্ পাড়ার প্রধান রাস্তার পাড় ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা দিয়ে সিএনজি, অটোরিক্সা, বাইসাইকেল চালক এমনকি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদেরও হেটে যেতে বিপাকে পড়তে হত। সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখে ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন নিজ অর্থায়নে ইট দিয়ে রাস্তা মেরামত করে দেন।
এ বিষয়ে চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাঁদের খেদমত করার জন্য। গয়েশপুর গ্রামের চলাচলের প্রধান রাস্তার পাশে পুকুর থাকার ফলে এই রাস্তাটি ধসে সাধারণ মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আমি নিজ উদ্যোগে কিছু ইট দিয়ে রাস্তাটি সংস্কার করে দিয়েছি। শুধু গয়েশপুর নয় আমার সীমান্ত এলাকায় এমন আরও রাস্তা রয়েছে যা দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি। আমি আশা করছি অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব করতে পারবো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর সীমান্ত এলাকায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন ইউপি চেয়ারম্যান ময়েন

আপলোড টাইম : ১০:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১

জীবননগর অফিস:
জীবননগর সীমান্ত এলাকায় নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করলেন ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ রাস্তা সংস্কার করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়েশপুর গ্রামের ঈদগাহ্ পাড়ার প্রধান রাস্তার পাড় ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা দিয়ে সিএনজি, অটোরিক্সা, বাইসাইকেল চালক এমনকি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদেরও হেটে যেতে বিপাকে পড়তে হত। সাধারণ মানুষের এই দুর্ভোগ দেখে ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন নিজ অর্থায়নে ইট দিয়ে রাস্তা মেরামত করে দেন।
এ বিষয়ে চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বলেন, সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাঁদের খেদমত করার জন্য। গয়েশপুর গ্রামের চলাচলের প্রধান রাস্তার পাশে পুকুর থাকার ফলে এই রাস্তাটি ধসে সাধারণ মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আমি নিজ উদ্যোগে কিছু ইট দিয়ে রাস্তাটি সংস্কার করে দিয়েছি। শুধু গয়েশপুর নয় আমার সীমান্ত এলাকায় এমন আরও রাস্তা রয়েছে যা দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি। আমি আশা করছি অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব করতে পারবো।