ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর মাধবপুর সড়কের গাছ দিন-দুপুরে কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ-জনতার বাধা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • / ২১৭ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর সড়কের সাগরঘাটা ব্রিজ-সংলগ্ন স্থান থেকে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতার প্রতিরোধে মুখে পড়েছেন। এ ঘটনায় পুলিশি হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর সড়কের সাগরঘাটা ব্রিজ-সংলগ্ন স্থানে সরকারি ভাবে সৃজন করা বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ বেশ কিছুদিন ধরে প্রকাশ্যেই কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীদের একটি মহল। এরই একপর্যায়ে গতকাল সকাল সাড়ে ৯টার সময় মাধবপুর গ্রামের শহিদুল ইসলাম (৭০) রাস্তার একটি মোটা জামগাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও হাসাদহ ক্যাম্পের পুলিশের বাধার মুখে পড়েন।
অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘শুধু আমি নয়, এলাকার অনেক প্রভাবশালী লোকই ইতিপূর্বে ওই সড়কের মূল্যবান গাছ কেটে নিয়ে গেছেন। তাদেরকে কেউ কিছু না বলায় আমিও একইভাবে গাছটি কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। এলাকায় খোঁজখবর নিলেই জানা যাবে ইতিপূর্বে কারা গাছ কেটে নিয়ে গেছে। যারা গাছ কেটে নিয়ে গেছে, তারা সবাই প্রভাবশালী ব্যক্তি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের ভাই-ই তো গাছ কেটে নিয়ে গেছে। কেউ তো তাকে কিছু বলল না?’
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আশাদুল হক ও আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের ভাই যে গাছ কেটেছে, তা রাস্তা থেকে অনেক দূরে জমির মধ্যে অবস্থিত।’
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনাটি শুনে আমরা সেখানে হাসাদহ ক্যাম্পের পুলিশ পাঠাই এবং গাছ কাটা বন্ধ করে বিষয়টি বনবিভাগ কর্তৃপক্ষকে অবহিত করি। তারা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে লিখিত দিলে আমরা ব্যবস্থা নেব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর মাধবপুর সড়কের গাছ দিন-দুপুরে কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ-জনতার বাধা!

আপলোড টাইম : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর সড়কের সাগরঘাটা ব্রিজ-সংলগ্ন স্থান থেকে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতার প্রতিরোধে মুখে পড়েছেন। এ ঘটনায় পুলিশি হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর সড়কের সাগরঘাটা ব্রিজ-সংলগ্ন স্থানে সরকারি ভাবে সৃজন করা বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ বেশ কিছুদিন ধরে প্রকাশ্যেই কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীদের একটি মহল। এরই একপর্যায়ে গতকাল সকাল সাড়ে ৯টার সময় মাধবপুর গ্রামের শহিদুল ইসলাম (৭০) রাস্তার একটি মোটা জামগাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও হাসাদহ ক্যাম্পের পুলিশের বাধার মুখে পড়েন।
অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘শুধু আমি নয়, এলাকার অনেক প্রভাবশালী লোকই ইতিপূর্বে ওই সড়কের মূল্যবান গাছ কেটে নিয়ে গেছেন। তাদেরকে কেউ কিছু না বলায় আমিও একইভাবে গাছটি কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। এলাকায় খোঁজখবর নিলেই জানা যাবে ইতিপূর্বে কারা গাছ কেটে নিয়ে গেছে। যারা গাছ কেটে নিয়ে গেছে, তারা সবাই প্রভাবশালী ব্যক্তি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের ভাই-ই তো গাছ কেটে নিয়ে গেছে। কেউ তো তাকে কিছু বলল না?’
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আশাদুল হক ও আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানের ভাই যে গাছ কেটেছে, তা রাস্তা থেকে অনেক দূরে জমির মধ্যে অবস্থিত।’
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ঘটনাটি শুনে আমরা সেখানে হাসাদহ ক্যাম্পের পুলিশ পাঠাই এবং গাছ কাটা বন্ধ করে বিষয়টি বনবিভাগ কর্তৃপক্ষকে অবহিত করি। তারা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমাদেরকে লিখিত দিলে আমরা ব্যবস্থা নেব।’