ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর পৌর কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
  • / ২৭৫ বার পড়া হয়েছে

জীবননগর দোয়ারপাড়ার খাস জমি নিয়ে সৃষ্ট বিবাদকে কেন্দ্র করে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার দোয়ারপাড়ায় খাস জমি বিক্রি পরবর্তী দু’ক্রেতার মধ্যে দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জীবননগর পৌরসভার কাউন্সিলররা। গতকাল সকালে জীবননগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেল মেয়র সাইদুর রহমান বলেন, নুরজাহানের অভিযোগের ভিত্তিতে দোয়ারপাড়ার হোসেন খা, লিটন ও রুহুল আমিনের বিরুদ্ধে পৌর পরিষদে বিচারকার্য চলাকালিন সময়ে তারা নুরজাহানের ঘর দখলের চেষ্টা করেন। এ সময় জীবননগর থানা ও কাউন্সিলরগণের সহযোগীতায় আবারও ওই ঘরে তালা মারা হয়। কিন্তু এ ঘটনায় ষড়যন্ত্রকারীরা থেমে না থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করতে থাকে। এক পর্যায়ে গত ২ অক্টোবর বিকালে উভয়পক্ষকে ইউএনও সাহেব তার কার্যালয়ে ডাকেন এবং শুনানি শেষে বিষয়টি তিনি নিস্পত্তি করতে না পারায় বিরোধপুর্ণ জমির ঘরটি তালাবদ্ধ অবস্থায় রেখে আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু রুহুল আমিন গংরা তা না মেনে ঘর দখলের চেষ্টা চালানোর ঘটনা শুনে আমরা মেয়র মহোদয়ের পরামর্শে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে দোয়ারপাড়ায় যায়। আমরা সেখানে আহত নুরজাহান ও তার স্বামী শাহজানকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু এতকিছু করার পরও উদ্ভুত পরিস্থিতি সৃষ্টিকারী সাংবাদিক ও কাউন্সিলর থেমে নেই। তার কু-বুদ্ধিতে রুহুল আমিন গং ব্লেড দিয়ে নিজের হাত-পা কেটে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। দৈনিক আমাদের সংবাদ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় জনপ্রতিনিধিগণ পালিয়ে এসেছে মিথ্যা সংবাদ পরিবেশন করে পৌরসভাকে বিতর্কিত করে নিজ স্বার্থ চরিতার্থ করার অপপ্রয়াস চালিয়েছে। সংবাদ সম্মেলনে পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম,আত্তাব উদ্দিন, হযরত আলী, খন্দকার আলী আজম, মাহফুজা পারভিন বিউটি ও পরিছন বেগম উপস্থিত ছিলেন। পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, যেদিন পুলিশ গিয়েছিল সেদিন আমি কাউন্সিলরদের পাঠিয়ে ছিলাম। গত মঙ্গলবার আমি কাউকে সেখানে পাঠাইনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর পৌর কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭

জীবননগর দোয়ারপাড়ার খাস জমি নিয়ে সৃষ্ট বিবাদকে কেন্দ্র করে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার দোয়ারপাড়ায় খাস জমি বিক্রি পরবর্তী দু’ক্রেতার মধ্যে দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জীবননগর পৌরসভার কাউন্সিলররা। গতকাল সকালে জীবননগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেল মেয়র সাইদুর রহমান বলেন, নুরজাহানের অভিযোগের ভিত্তিতে দোয়ারপাড়ার হোসেন খা, লিটন ও রুহুল আমিনের বিরুদ্ধে পৌর পরিষদে বিচারকার্য চলাকালিন সময়ে তারা নুরজাহানের ঘর দখলের চেষ্টা করেন। এ সময় জীবননগর থানা ও কাউন্সিলরগণের সহযোগীতায় আবারও ওই ঘরে তালা মারা হয়। কিন্তু এ ঘটনায় ষড়যন্ত্রকারীরা থেমে না থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করতে থাকে। এক পর্যায়ে গত ২ অক্টোবর বিকালে উভয়পক্ষকে ইউএনও সাহেব তার কার্যালয়ে ডাকেন এবং শুনানি শেষে বিষয়টি তিনি নিস্পত্তি করতে না পারায় বিরোধপুর্ণ জমির ঘরটি তালাবদ্ধ অবস্থায় রেখে আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু রুহুল আমিন গংরা তা না মেনে ঘর দখলের চেষ্টা চালানোর ঘটনা শুনে আমরা মেয়র মহোদয়ের পরামর্শে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে দোয়ারপাড়ায় যায়। আমরা সেখানে আহত নুরজাহান ও তার স্বামী শাহজানকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু এতকিছু করার পরও উদ্ভুত পরিস্থিতি সৃষ্টিকারী সাংবাদিক ও কাউন্সিলর থেমে নেই। তার কু-বুদ্ধিতে রুহুল আমিন গং ব্লেড দিয়ে নিজের হাত-পা কেটে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। দৈনিক আমাদের সংবাদ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় জনপ্রতিনিধিগণ পালিয়ে এসেছে মিথ্যা সংবাদ পরিবেশন করে পৌরসভাকে বিতর্কিত করে নিজ স্বার্থ চরিতার্থ করার অপপ্রয়াস চালিয়েছে। সংবাদ সম্মেলনে পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম,আত্তাব উদ্দিন, হযরত আলী, খন্দকার আলী আজম, মাহফুজা পারভিন বিউটি ও পরিছন বেগম উপস্থিত ছিলেন। পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, যেদিন পুলিশ গিয়েছিল সেদিন আমি কাউন্সিলরদের পাঠিয়ে ছিলাম। গত মঙ্গলবার আমি কাউকে সেখানে পাঠাইনি।