ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর ধোপাখালীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসছে হাট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মনোহরপুর:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাপ্তাহিক হাট স্থানীয় স্কুলমাঠে নিরাপদ দূরুত্বে বক্স হাট স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে নিরাপদ দূরুত্বে বসেছে এ হাট। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ হাটে বেচাকেনা। নতুন হাটের ক্রেতা বিজিবি সদস্য রাশেদ জানান, ‘এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমরা অত্যান্ত খুশি এবং এমন সিদ্ধান্ত আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান বলেন, ‘উপজেলা প্রশাসন সময়োপযোগী সিন্ধান্ত নিয়েছে। কারণ সকালে এ বাজারে যে পরিমাণ মানুষের ভিড় হয়, তাতে সামাজিক দূরত্ব বজায় থাকে না। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং সবাই বলব, আপনারা ঘরে থাকুন, প্রয়োজনে আমরা আপনাদের বাজারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছিয়ে দেব।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জনগণ যদি জনসমাগম সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, সাপ্তাহিক বাজারগুলো গ্রামের যেখানে ছিল, সে স্থানে জায়গা কম হওয়ায় সমস্যা হচ্ছিল। সবার মঙ্গলের কথা চিন্তা করে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনির্দিষ্টকালীন সময় ধোপাখালীর বক্স আকারে একমুখী হাটের ন্যায় উপজেলার ৩৫টি সাপ্তাহিক হাটখোলা জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রেখে বসবে। সপ্তাহে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে কেউ না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর ধোপাখালীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বসছে হাট

আপলোড টাইম : ১২:১৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

প্রতিবেদক, মনোহরপুর:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাপ্তাহিক হাট স্থানীয় স্কুলমাঠে নিরাপদ দূরুত্বে বক্স হাট স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে নিরাপদ দূরুত্বে বসেছে এ হাট। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ হাটে বেচাকেনা। নতুন হাটের ক্রেতা বিজিবি সদস্য রাশেদ জানান, ‘এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমরা অত্যান্ত খুশি এবং এমন সিদ্ধান্ত আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান বলেন, ‘উপজেলা প্রশাসন সময়োপযোগী সিন্ধান্ত নিয়েছে। কারণ সকালে এ বাজারে যে পরিমাণ মানুষের ভিড় হয়, তাতে সামাজিক দূরত্ব বজায় থাকে না। এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং সবাই বলব, আপনারা ঘরে থাকুন, প্রয়োজনে আমরা আপনাদের বাজারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছিয়ে দেব।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জনগণ যদি জনসমাগম সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, সাপ্তাহিক বাজারগুলো গ্রামের যেখানে ছিল, সে স্থানে জায়গা কম হওয়ায় সমস্যা হচ্ছিল। সবার মঙ্গলের কথা চিন্তা করে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনির্দিষ্টকালীন সময় ধোপাখালীর বক্স আকারে একমুখী হাটের ন্যায় উপজেলার ৩৫টি সাপ্তাহিক হাটখোলা জায়গায় নিরাপদ দূরত্ব বজায় রেখে বসবে। সপ্তাহে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে কেউ না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।