ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর গঙ্গাদাশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধড়ক পিটুনিতে আহত ২ : এলাকাবসীর মাঝে আতঙ্ক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
  • / ৩২০ বার পড়া হয়েছে

DSC00585জীবননগর অফিস: জীবননগর উপজেলা গঙ্গাদাশপুরে গ্রামে ১১৬ বিঘা জমিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনায় ১জন আহত ও আরেক জন নিখোঁজ রয়েছে। জানা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে দীর্ঘদিন যাবৎ ভূমিহীন ও জোরদারদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ৮মাস আগে  গঙ্গাদাশপুর গ্রামের জোরদারদের হাতে ভূমিহীন পরিবারের দুই সদস্য সাহাবউদ্দিন ও মোহাম্মদ আলী নিহত হন । সেই থেকে গঙ্গাদাশপুর গ্রামের জোরদারগ্র“পের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। দীঘদিন বাড়ি ছেড়ে থাকার পরে গতকাল বৃহস্পতিবার সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আ. মালেক মোল্লা জেল থেকে মুক্তিপেয়ে গ্রামে যান ।এ সময় জোরদার গ্র“পের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে ভূমিহীন পরিবারের সদস্যরা  এই সংবাদ পেয়ে গঙ্গাদাশপুর গ্রামের বড় মসজিদের পাশে ওত পেতে থাকে এবং তারা জোরদারগ্র“পের সদস্যদের উপর হামলা চালায় ও জোরদারগ্র“পের মৃত ওসমান গনির ছেলে মাহাবুল হোসেন মেগাকে (৩০) বেধড়কভাবে মারধর করে এবং আফছার গোলদারের ছেলে ভুট্টুকে (৩২) তুলে নিয়ে যায় এবং পুলিশ তাকে পরবর্তীতে অস্থায়ী ক্যাম্প থেকে উদ্ধার করে। এদিকে আহত মাহাবুল হোসেন মেগাকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নতি চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেনের সাথে কথা বললে তিনি বলেন আমি ঘটনাটি শুনেছি। জোরদার গ্র“পের সদস্যরা অভিযোগ করেছিল যে তাদের একজন নিখোঁজ হয়েছে, আমরা তাকে গঙ্গাদাশপুর গ্রামের অস্থায়ী ক্যাম্পের যে ঘর ছিল সেখান থেকে তাকে আমরা  উদ্ধার করেছি । এদিকে গঙ্গাদাশপুর পুনরায় এ ঘটনা ঘটায় এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর গঙ্গাদাশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধড়ক পিটুনিতে আহত ২ : এলাকাবসীর মাঝে আতঙ্ক

আপলোড টাইম : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬

DSC00585জীবননগর অফিস: জীবননগর উপজেলা গঙ্গাদাশপুরে গ্রামে ১১৬ বিঘা জমিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনায় ১জন আহত ও আরেক জন নিখোঁজ রয়েছে। জানা গেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে দীর্ঘদিন যাবৎ ভূমিহীন ও জোরদারদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ৮মাস আগে  গঙ্গাদাশপুর গ্রামের জোরদারদের হাতে ভূমিহীন পরিবারের দুই সদস্য সাহাবউদ্দিন ও মোহাম্মদ আলী নিহত হন । সেই থেকে গঙ্গাদাশপুর গ্রামের জোরদারগ্র“পের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। দীঘদিন বাড়ি ছেড়ে থাকার পরে গতকাল বৃহস্পতিবার সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আ. মালেক মোল্লা জেল থেকে মুক্তিপেয়ে গ্রামে যান ।এ সময় জোরদার গ্র“পের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে ভূমিহীন পরিবারের সদস্যরা  এই সংবাদ পেয়ে গঙ্গাদাশপুর গ্রামের বড় মসজিদের পাশে ওত পেতে থাকে এবং তারা জোরদারগ্র“পের সদস্যদের উপর হামলা চালায় ও জোরদারগ্র“পের মৃত ওসমান গনির ছেলে মাহাবুল হোসেন মেগাকে (৩০) বেধড়কভাবে মারধর করে এবং আফছার গোলদারের ছেলে ভুট্টুকে (৩২) তুলে নিয়ে যায় এবং পুলিশ তাকে পরবর্তীতে অস্থায়ী ক্যাম্প থেকে উদ্ধার করে। এদিকে আহত মাহাবুল হোসেন মেগাকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নতি চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেনের সাথে কথা বললে তিনি বলেন আমি ঘটনাটি শুনেছি। জোরদার গ্র“পের সদস্যরা অভিযোগ করেছিল যে তাদের একজন নিখোঁজ হয়েছে, আমরা তাকে গঙ্গাদাশপুর গ্রামের অস্থায়ী ক্যাম্পের যে ঘর ছিল সেখান থেকে তাকে আমরা  উদ্ধার করেছি । এদিকে গঙ্গাদাশপুর পুনরায় এ ঘটনা ঘটায় এলাকার সাধারন মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে ।