ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবননগর আন্দুলবাড়ীয়ায় নজরুল মল্লিকের ত্রাণসামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‘আপনাদের পাশে কেউ থাকুক আর না থাকুক আমি আছি, ছিলাম এবং থাকব। যেকোনো প্রয়োজনে আমাকে বলবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজের নিজের ঘরে থাকুন। আমি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেব। আপনাদের কেউ না খেয়ে থাকলে আমিও খাব না। এই সংকটকালীন পরিস্থিতিতে সাহসিকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্য্যধারণ করুন।’
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। পবিত্র ঈদুল ফিতরকে রেখে গোটা রমজান মাসেই গরীব-দুঃখী অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫৫০ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা এবং স্বাস্থ্য-সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করেন তিনি।
নজরুল মল্লিক আরও বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটকালীন সময়ে আওয়ামী লীগ দেশের জনগণের পাশে থেকেছে এবং সংকট উত্তরণসহ মানুষের কল্যাণে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে চলেছে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর হাসাদার খালেক, জীবননগর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেব, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান টজো, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, আওয়ামী লীগের সদস্য আমির হোসেন, আওয়ামী লীগের নেতা আসাম, রসুল শাহিন, মিকাইল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিমন, যুবলীগের নেতা মইনুল ইসলাম, রিপন, খাজা, মইনুর, রিপন, হাবিবুর মল্লিক, শাহবে মল্লিক, উজিরপুরের শাহিন, সুটিয়ার রিয়াজ, আট কবরের আক্তার হোসেন, জীবননগরের মেহেদী হাসান, পারকেষ্টúুর যুবলীগের রাশেদ, মদনা ও পাঠান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন, তেঁতুল ইউনিয়ন যুবলীগের নেতা আরিফুল ও সানোয়র প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

জীবননগর আন্দুলবাড়ীয়ায় নজরুল মল্লিকের ত্রাণসামগ্রী বিতরণ

আপলোড টাইম : ১২:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
‘আপনাদের পাশে কেউ থাকুক আর না থাকুক আমি আছি, ছিলাম এবং থাকব। যেকোনো প্রয়োজনে আমাকে বলবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজের নিজের ঘরে থাকুন। আমি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেব। আপনাদের কেউ না খেয়ে থাকলে আমিও খাব না। এই সংকটকালীন পরিস্থিতিতে সাহসিকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্য্যধারণ করুন।’
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। পবিত্র ঈদুল ফিতরকে রেখে গোটা রমজান মাসেই গরীব-দুঃখী অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫৫০ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা এবং স্বাস্থ্য-সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করেন তিনি।
নজরুল মল্লিক আরও বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটকালীন সময়ে আওয়ামী লীগ দেশের জনগণের পাশে থেকেছে এবং সংকট উত্তরণসহ মানুষের কল্যাণে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে চলেছে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর হাসাদার খালেক, জীবননগর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেব, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান টজো, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, আওয়ামী লীগের সদস্য আমির হোসেন, আওয়ামী লীগের নেতা আসাম, রসুল শাহিন, মিকাইল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিমন, যুবলীগের নেতা মইনুল ইসলাম, রিপন, খাজা, মইনুর, রিপন, হাবিবুর মল্লিক, শাহবে মল্লিক, উজিরপুরের শাহিন, সুটিয়ার রিয়াজ, আট কবরের আক্তার হোসেন, জীবননগরের মেহেদী হাসান, পারকেষ্টúুর যুবলীগের রাশেদ, মদনা ও পাঠান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন, তেঁতুল ইউনিয়ন যুবলীগের নেতা আরিফুল ও সানোয়র প্রমুখ।